ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লিসা কার্টিসের ঢাকা সফর স্থগিত

প্রকাশিত: ০৭:৪৯, ২৮ জুলাই ২০১৭

লিসা কার্টিসের ঢাকা সফর স্থগিত

কূটনৈতিক প্রতিবেদক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসহকারী ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিসা কার্টিসের ঢাকা সফর স্থগিত হয়েছে। দু’দিনের সফরে আগামী রবিবার তাঁর ঢাকায় আসার কথা ছিল। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গত মঙ্গলবার পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হকের সঙ্গে দেখা করে সফরে আসার বিষয়টি অবহিত করেছিলেন। তবে গতকাল বৃহস্পতিবার হঠাৎই ওই সফর স্থগিত হওয়ার বার্তা আসে। কী কারণে সফর স্থগিত হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য, লিসা কার্টিস নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন। প্রথম বারের মতো ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধির ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশ নিরাপত্তাবিষয়ক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবে বলেই ধারণা করা হচ্ছিল।
×