ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কখনই হাল ছাড়েননি শারাপোভা

প্রকাশিত: ০৬:২৬, ২৮ জুলাই ২০১৭

কখনই হাল ছাড়েননি শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের শুরুতেই ডোপ টেস্টে পজিটিভ হন মারিয়া শারাপোভা। যে কারণেই দুই বছরের জন্য টেনিস থেকে নিষিদ্ধ হয়েছিলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। কিন্তু নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করলে তা নয় মাস কমিয়ে ১৫ মাসে নিয়ে আসে ক্রীড়ার সর্বোচ্চ আদালত। নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলেই কোর্টে ফিরেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। শুরুটা বেশ ভালই করেছিলেন তিনি। তবে পেশির চোটের কারণে আবারও কোর্টের বাইরে ছিটকে পড়েন মাশা। তবে এই মুহূর্তে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন শারাপোভা। আগামী সপ্তাহ থেকেই যে শুরু হবে স্ট্যানফোর্ড টুর্নামেন্ট। যেখানে খেলার জন্য ইতোমধ্যেই আমন্ত্রণ পেয়েছেন ৩০ বছর বয়সী শারাপোভা। সেই টুর্নামেন্টে খেলার প্রস্তুতির সময়েই এক সাক্ষাতকারে শারাপোভা জানান, তার নির্বাসনের সময়ের অভিজ্ঞতার কথা। এ প্রসঙ্গে পাঁচটি গ্র্যান্ডসøামের মালিক বলেন, ‘গত দুটি বছর ছিল খুবই কষ্টকর। এতোটাই কষ্টদায়ক ছিল যে যার অভিজ্ঞতা এর আগে কখনই ছিল না আমার। কিন্তু টেনিসের প্রতি আমার যে প্রেম-আবেগ তা কখনই কমেনি। বরং যদি কিছু হয়ে থাকে তা টেনিসের প্রতি আমার ভালবাসা আরও বেড়েছে।’ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও মেজর দুই গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনে খেলার সুযোগ পাননি শারাপোভা। মৌসুমের দ্বিতীয় মেজর টুর্নামেন্টে খেলার সুযোগ থাকলেও অন্য টেনিস খেলোয়াড়দের ব্যাপক সমালোচনার কারণে শেষ পর্যন্ত ওয়াইল্ড কার্ডও পাননি মাশা। সদ্য সমাপ্ত উইম্বলডনে অবশ্য খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছিলেন তিনি। কিন্তু বাধা সাধলো ইনজুরি। তবে বিপদের সময় অন্য খেলোয়াড়রা যে সমালোচনা করেছেন তা কখনই ভুলতে পারবেন না শারাপোভা। এ বিষয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘অনেক সতীর্থই আমাকে নিয়ে যেসব কথা বলেছেন সে ব্যাপারে আমি খুবই সতর্ক। তাদের কেউ কেউ সংবাদ মাধ্যমে তো ভয়াবহ রকমের কথাবার্তও বলেছেন। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে কাউকে আঘাত করার অনুভূতিটা অবশ্যই আপনার মনে থাকবে। আমি মনে করি না যে, এ রকম বিষয়গুলো একেবারেই ভুলে যাওয়া সম্ভব।’ দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে জার্মানির স্টুটগার্ট ওপেন দিয়ে কোর্টে ফিরেন রাশিয়ান তারকা। তবে সেখানকার ভক্ত-অনুরাগীরা শারাপোভাতাকে যেভাবে স্বাগতম জানিয়েছেন তাতেই অভিভূত সাবেক নাম্বার ওয়ান এই টেনিস তারকা। তার বিশ্বাস, টেনিস কোর্টে স্বরূপে ফেরার জন্য তার ভক্ত-অনুরাগীরাই তাকে অনুপ্রাণীত করবে। ২০০৪ সালে উইম্বলডন জয়ের সৌজন্যে টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় আসেন মারিয়া শারাপোভা। এরপর ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলেন তিনি। ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়ে ক্যারিয়ার সøাম জয়ের মাইলফলকও স্পর্শ করেন রাশিয়ান টেনিসের এই তারকা। সর্বশেষ ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পান তিনি। এরপর অবশ্য নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি মাশা। তবে ভক্ত-অনুরাগীদের বিশ্বাস টেনিস কোর্টে পারফর্মেন্স দিয়েই আবারও স্বরূপে ফিরবেন মারিয়া শারাপোভা।
×