ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউ এস ওপেনে নেই জোকোভিচ!

প্রকাশিত: ০৬:২৫, ২৮ জুলাই ২০১৭

ইউ এস ওপেনে নেই জোকোভিচ!

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরটাও নাকি দুর্দান্তই কেটেছে নোভাক জোকোভিচের। নিজের শোকেসে তোলেন দুটি গ্র্যান্ডসøাম। অথচ এই মৌসুমে খুঁজেই পাওয়া যায়নি সার্বিয়ান তারকাকে। তারপরও সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকাকে নিয়ে আশায় বুক বেঁধেছিলেন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু মঙ্গলবার সেই আশাতেও জল ঢেলে দিলেন তার চিকিৎসক। এদিনই যে তিনি জানিয়ে দিলেন, কনুই’র ইনজুরির কারণে ছয় থেকে ১২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে নোভাক জোকোভিচকে। তাই বছরের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনে খেলতে পারবেন না তিনি। এ প্রসঙ্গে জোকোভিচের চিকিৎসক জেডেনকো মিলিনকোভিচ বলেন, ‘নোভাক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, সুস্থ হতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে তার এবং পুরোপুরি সুস্থ হয়ে কোর্টে ফিরতে সময় লাগবে প্রায় ১২ সপ্তাহ।’ এমন অবস্থা হলে ইউএস ওপেনে খেলতে পারবেন না তিনি। সম্প্রতি শেষ হওয়া বছরের তৃতীয় গ্র্যান্ডসøাম উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে টমাস বার্দিচের বিপক্ষে খেলার সময়ই ডান কনুইতে আঘাত পান জোকোভিচ। এরপর বাধ্য হয়েই ম্যাচ ছেড়ে দিতে হয় ১২টি গ্র্যান্ডসøামের মালিককে। মৌসুমের তৃতীয় মেজর টুর্নামেন্টের পর নিজের সুস্থতার জন্য সার্বিয়ার ডেভিস কাপ দলের ডাক্তার জেডেনকো মিলিনকোভিচের কাছে চিকিৎসা নিতে শুরু করেন ৩০ বছর বয়সী এই টেনিস তারকা। গত একদশকে টেনিস কোর্টে সফল হওয়া তারকাদের মধ্যে জোকোভিচ অন্যতম। এই সময়ের মধ্যেই ১২টি মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন তিনি। যার দুটি এসেছে ইউএস ওপেন থেকে। তবে গত ১০ বছরে মৌসুমের শেষ এই টুর্নামেন্টে সর্বোচ্চ সাতবার ফাইনাল খেলেছেন জোকোভিচ। এবার যদি শেষ পর্যন্ত জোকোভিচ অংশগ্রহণ করতে ব্যর্থই হন তাহলে নিঃসন্দেহে সার্বিয়ান তারকাকে মিস করবেন তার অসংখ্য ভক্ত-অনুরাগীরা। তবে তার অনুপস্থিতিতে আগামী মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া ইউএস ওপেন জয়ের তালিকায় সবার ওপরে রয়েছেন রজার ফেদেরার। চলতি মৌসুমেই স্বরূপে ফিরেন যিনি। ইতোমধ্যেই দুটি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন ফেড এক্সপ্রেস। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের পর সদ্য সমাপ্ত উইম্বলডনেও রেকর্ড ১৯তম মেজর শিরোপা নিজের শোকেসে তুলেছেন সুইস তারকা। এছাড়াও ফেবারিটের তালিকায় রয়েছেন এ্যান্ডি মারে, রাফায়েল নাদাল, স্টানিসøাস ওয়ারিঙ্কা এবং মারিন চিলিচ।
×