ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ডেট্টি, পিয়েটির স্বর্ণ, ক্লসের স্বর্ণপদক পুনরুদ্ধার, মিডলে রিলেতে যুক্তরাষ্ট্রের বিশ্বরেকর্ড

লিডেকিকে হারিয়ে স্বর্ণ পেলেগ্রিনির

প্রকাশিত: ০৬:২৩, ২৮ জুলাই ২০১৭

লিডেকিকে হারিয়ে স্বর্ণ পেলেগ্রিনির

স্পোর্টস রিপোর্টার ॥ যা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি সেটাই ঘটল। এবার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসে সব ইভেন্টেই অন্যতম ফেবারিট ছিলেন ‘স্বর্ণকন্যা’ হিসেবে বিবেচিত কেটি লিডেকি। কিন্তু অনেকগুলো বিশ্বরেকর্ডের অধিকারী এ মার্কিন স্বর্ণকন্যাকে পরাজয়ের স্বাদ দিয়েছেন ইতালির ফেডেরিকা পেলেগ্রিনি। ২০০ মিটার ফ্রিস্টাইলে এই হারটিকে অবশ্য আগামী কয়েক বছরের জন্য বড় রকমের অনুপ্রেরণা বলে মনে করছেন লিডেকি। আগের দিন বিশ্ব সাঁতারের ইতিহাসে ১২ স্বর্ণপদক জয়ের অনন্য রেকর্ড গড়ার পরদিনই লিডেকির এ পরাজয়ে বিস্মিত হয়েছেন সবাই। আরেক বিস্ময় ছিল চাইনিজ সুপারস্টার সান ইয়াংয়ের পরাজয়। তিনি পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে হেরে গেছেন গ্যাব্রিয়েল ডেট্টির কাছে। আর দক্ষিণ আফ্রিকার তরুণ চ্যাড লি ক্লস পুনরুদ্ধার করেছেন ২০০ মিটার বাটারফ্লাইয়ের স্বর্ণপদক। পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা পেয়েছেন ব্রিটিশ তারকা এডাম পিয়েটি। হাঙ্গেরির বুদাপেস্টে এবার প্রতিদিনই নতুন কোন ইতিহাস সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বড় ইতিহাসটার জন্ম দিয়েছেন লিডেকি। ২০ বছর বয়সী এ মার্কিন তরুণী আগেরদিন ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জয় করেন। এর মাধ্যমে বিশ্ব সাঁতারের ইতিহাসে সর্বাধিক স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েন তিনি। এবার মোট ৬ ইভেন্টে অংশ নেবেন লিডেকি এবং সবগুলোতেই স্বর্ণপদক জয়ের অন্যতম ফেবারিট এ তরুণী। কিন্তু ২০০ মিটার ফ্রিস্টাইলে তাকে চমকে দিলেন আরেক তরুণী তারকা পেলেগ্রিনি। তিনি ১ মিনিট ৫৪.৭৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্পর্শ করেন টাচলাইন। গত বিশ্ব আসরে এবং সর্বশেষ অলিম্পিকে এই ইভেন্টের চ্যাম্পিয়ন ছিলেন লিডেকি। তিনি শেষ করেছেন সামান্য পরে। তারপরও অস্ট্রেলিয়ার এমা ম্যাকিওনের সঙ্গে রৌপ্যপদকটা ভাগাভাগি করতে হয়েছে। কারণ লিডেকি ও এমা উভয়ের টাইমিং ছিল ১ মিনিট ৫৫.১৮ সেকেন্ড। ২৮ বছর বয়সী পেলেগ্রিনি অবশ্য ২০০৯ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্ব আসরে এবং ২০১১ সালে সাংহাইয়ে স্বর্ণ জয় করেছিলেন। এবার তৃতীয়বার এই ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর ২৮ বছর বয়সী এ তরুণী জানিয়েছেন এটাই তার শেষ বিশ্ব আসর। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা দারুণ এক পদক জয়। আমি শুধু ভেবেছিলাম কোনভাবে পদক জয়ের মঞ্চে উঠতে পারলেই হবে। স্বর্ণপদক জিতব নিজেই ভাবিনি। আমি ধরেই নিয়েছিলাম লিডেকিই এটা জিতবে।’ এই ইভেন্টে রিও অলিম্পিকে চতুর্থ হয়ে শেষ করেছিলেন পেলেগ্রিনি। তবে ২০০৮ অলিম্পিকে চ্যাম্পিয়ন ছিলেন তিনি। এবার সবাইকে চমকে দিয়ে স্বর্ণপদক জয় করলেন। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘শেষ ৫০ মিটারের আগে আমার মনে হচ্ছিল রিও অলিম্পিকের মতো অবস্থানেই আছি আমি। তবে জানি না এরপর কোথায় থেকে এত শক্তি পেলাম এবং জিতলাম। এটাই আমার ক্যারিয়ারের শেষ ২০০ মিটার ফ্রিস্টাইল রেস।’ গত চার বছরে বিভিন্ন পর্যায়ে মোট ১৩টি ২০০ মিটার ফ্রিস্টাইল রেসে কখনও দ্বিতীয় হননি লিডেকি। এবার সেই অভিজ্ঞতা হলো এ ফ্রিস্টাইল সম্রাজ্ঞীর। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা মেনে নেয়াটা কঠিন হলেও আমি রৌপ্য পদক নিয়ে কোন ধরনের আক্ষেপ করব না। আমি জানি না কি ঘটল। রেসের ভিডিওটা বারবার আমি দেখব এবং বের করতে হবে কিভাবে ভাল করা যায়। আগামী কয়েক বছর আমার ভেতরে এই পরাজয়টা অনুপ্রেরণার আগুন জ্বালিয়ে রাখবে।’ পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইলেও ছিল বড় ধরনের চমক। সানকে হতবাক করে দিয়ে জয় তুলে নিয়েছেন ইতালিয়ান সাঁতারু ডেট্টি। গত তিন বিশ্ব আসরে একক আধিপত্য রাখা সানই ছিলেন চ্যাম্পিয়ন। এবার তিনি শেষ করার পর অবস্থান ছিল ৫ নম্বরে। ২৫ বছর বয়সী এ আলোচিত তারকা পরাজয়ের পর বলেন, ‘আমি শেষ পর্যন্ত খুবই ক্লান্ত ছিলাম। আমার বাহুগুলো এবং পা জোড়া বেশ ভারি ঠেকছিল। আমার মনে হয় ২০০ ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে আমি আমার ৭০ ভাগ শক্তিমত্তা খরচা করে ফেলেছিলাম। জেতার জন্য যথেষ্ট এনার্জি আমার মধ্যে অবশিষ্ট ছিল না। যখন বাড়ি ফিরব তখন আমি এটা ভেবে দেখব কি করে ৮০০ মিটারে আবার জেতার মতো অবস্থানে যেতে হয়।’ ডেট্টি ৭ মিনিট ৪০.৭৭ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন, পোল্যান্ডের ওইসিয়েচ ওজদাক ০.৯৬ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য এবং ইতালির জর্জিও পালট্রিনিয়েরি ১.৬৭ সেকেন্ড বেশি সময় নিয়ে ব্রোঞ্জ জয় করেন। দক্ষিণ আফ্রিকার সাঁতারু চ্যাড লি ক্লস ২০১৫ বিশ্ব আসরে পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে। ২০১২ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন এ তরুণ এদিন ১ মিনিট ৫৩.৩৩ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণপদক ছিনিয়ে আনেন। স্বাগতিক হাঙ্গেরির লাজলো সিসেহ ০.৩৯ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য লাভ করেন। ৪ী১০০ মিটার মিশ্র মিডলে রিলেতে যুক্তরাষ্ট্র নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জয় করে। তাদের টাইমিং ছিল ৩ মিনিট ৩৮.৫৬ সেকেন্ড। এর আগের রেকর্ড ছিল ৩ মিনিট ৪০.২৮ সেকেন্ড। পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের স্বর্ণপদক জয় করেছেন ২২ বছর বয়সী ব্রিটিশ তারকা পিয়েটি। তিনি ২৫.৯৯ সেকেন্ড সময় নেন। চলতি আসরেই সেমিফাইনালে তার নিজের গড়া বিশ্বরেকর্ডের চেয়ে মাত্র ০.০৪ সেকেন্ড বেশি সময় লেগেছে তার এদিন।
×