ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই বছরের মধ্যে বাস্তবায়ন হবে জলাবদ্ধতা নিরসনের প্রকল্প ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৬:১০, ২৮ জুলাই ২০১৭

দুই বছরের মধ্যে বাস্তবায়ন হবে জলাবদ্ধতা নিরসনের প্রকল্প ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অতিবৃষ্টি, সাম্প্রতিক সময়ে কাপ্তাই হ্রদের পানি ছাড়া, কর্ণফুলী নদীর ড্রেজিং না হওয়া এবং মানবসৃষ্ট নানামুখী সমস্যার কারণে বর্ষা মৌসুমে নগরীর নিম্নাঞ্চলে জলজট ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সজাগ ও সচেতন রয়েছে। জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চসিকের রাজস্ব বিভাগ এবং এস্টেট শাখার ২০১৭-১৮ অর্থবছরের কর্মপরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে কথাগুলো বলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, নগরবাসীর ট্যাক্সের টাকা নাগরিকদের কল্যাণে ব্যয় করা হবে। ভাল ব্যবহার ও মার্জিত আচরণের মাধ্যমে নাগরিকদের মন জয় করে বিধিবিধানের আওতায় পৌরকর আদায় করে চট্টগ্রাম নগরীর সার্বিক উন্নয়ন তরান্বিত করতে হবে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দোহার সভাতিত্বে মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের উপস্থাপনায় এতে বিগত চার বছরে ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং চসিকের রাজস্ব আদায়ের তুলনামূলক তথ্যচিত্র উপস্থাপন করেন প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম, কাউন্সিলর হাবিবুল হক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন, চসিক আপীল রিভিউ বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আবদুর রশিদ ও এ্যাডভোকেট চন্দন বিশ্বাস। কর্মপরিকল্পনায় এ্যাসেসমেন্ট প্রকাশ ও আপত্তিকৃত আপীল রিভিউ নিষ্পত্তিকরণ, হোল্ডিং কর আদায় কার্যক্রম জোরদারকরণ, হোল্ডিং কর অটোমেশন সম্পন্নকরণ, ট্রেড লাইসেন্স অটোমেশন কার্যক্রম সম্পন্নকরণ, ট্রেড লাইসেন্স কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যাবতীয় সম্পত্তির তালিকা প্রকাশ, যাবতীয় মামলা নিষ্পত্তিকরণ, অবৈধ হাটবাজার উচ্ছেদসহ ১ বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সরকারের বিধিবিধানের আওতার মধ্য থেকে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কোন নাগরিকের ওপর এক পয়সাও অতিরিক্ত কর আরোপ করার কোন ক্ষমতা বা বৈধ অধিকার কর্পোরেশনের নেই।
×