ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাসিক নগর ভবনে মেয়রের সভায় সংঘর্ষ ॥ আহত ৬

প্রকাশিত: ০৬:১০, ২৮ জুলাই ২০১৭

রাসিক নগর ভবনে মেয়রের সভায় সংঘর্ষ ॥  আহত ৬

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্ড কাউন্সিলর ও আন্দোলনরত কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী কাউন্সিলরসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগর ভবনের নিচতলায় সভা চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। করপোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চলমান ১১ দফা আন্দোলনের জের ধরে নগর ভবনের নিচতলায় ওই সমঝোতা সভা চলছিল। আহতদের মধ্যে তিনজন মেয়রের পক্ষের এবং অন্য তিনজন কর্মচারী ইউনিয়নের। মেয়র পক্ষের আহতরা হলেন-মেয়রের ব্যক্তিগত সহকারী মোঃ টুটুল, রাসিকের সংক্ষিত আসনের নারী কাউন্সিলর নুরুন্নাহার বেগম এবং মুসলিমা বেগম বেলী। এছাড়া কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা সুমন হোসেন ও জালাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম লাবু অহত হয়েছেন। এদের সবাইকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মেয়র বলেন, অস্থায়ী কর্মচারীদের চলমান আন্দোলনের বিষয়ে করণীয় ঠিক করতে তিনি স্থায়ী কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এতেই শ্রমিক ইউনিয়নের নেতারা হামলা চালান। এ হামলা উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন মেয়র। তবে রাসিকের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ বলেন, ওই সভায় ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল হানিফ সরকার টেকন আন্দোলনকারী শ্রমিকদের ‘জঙ্গীর’ সঙ্গে তুলনা করেছেন। নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, নগর ভবনের সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
×