ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তি

ডাঃ ইমরানসহ তিন জনকে আদালতে হাজির হওয়ার সমন

প্রকাশিত: ০৬:০৯, ২৮ জুলাই ২০১৭

ডাঃ ইমরানসহ তিন জনকে আদালতে হাজির হওয়ার সমন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ডাঃ ইমরান এইচ সরকারসহ তিন জনের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার জন্য পুনরায় (দ্বিতীয় দফা) সমন জারি করেছে গাজীপুরের আদালত। সুপ্রীমকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেøাগান দিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় এ সমন জারি করা হয়। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোঃ শহীদুল ইসলাম বৃহস্পতিবার শুনানি শেষে আগামী ২৩ অক্টোবর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। বাদী পক্ষের আইনজীবী ওয়াসিম খলিল জানান, জাতীয় ঈদগাহ সংলগ্ন সুপ্রীমকোর্ট প্রাঙ্গণ হতে গ্রীক দেবী জাস্টিসিয়ার মূর্তি অপসারণ এবং এই ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করে তুলতে গণজাগরণ মঞ্চের স্বঘোষিত মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকারের নেতৃত্বে বেশ কয়েক যুবক গত ২৬ মে সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘর গেট হতে মশাল মিছিল বের করে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বারবার মানহানিকর সেøাগান দিয়ে কটূক্তি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য করে জনসমক্ষে তার সম্মানহানি করে। এ অভিযোগে ডাঃ ইমরান এইচ সরকারসহ তিন জনের বিরুদ্ধে গত ৩১ মে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা দায়ের করা হয়। মামলায় গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস ও নাসির উদ্দিন এবং অজ্ঞাত ৩০/৩৫জনকে অভিযুক্ত করা হয়। গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ওইদিন আদালতে বাদীর জবানবন্দী গ্রহণ ও শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে ২৭ জুলাই আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে।
×