ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৮, ২৮ জুলাই ২০১৭

বজ্রপাতে স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ তিন জেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ মারা গেছে তিনজন। আহত হয়েছে সাতজন। এর মধ্যে বরিশালে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র, পটুয়াখালীর কলাপাড়ায় এক শ্রমিক ও বরগুনায় মারা গেছে এক যুবক। বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পূর্বষট্টি গ্রামের পঞ্চায়েত বাড়ির সামনে বৃহস্পতিবার দুপুর দুইটায় বজ্রপাতে কামরুল ইসলাম (১২) নামে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মারা গেছে। সে ওই ইউনিয়নের ভা-ারিঘাট গ্রামের ইসমাইল দেওয়ানের পুত্র। মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ আখতারুজ্জামান জানান, উলানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র কামরুল স্কুল থেকে বাড়ি ফেরার পথে পূর্বষট্টি গ্রামের পঞ্চায়েত বাড়ির সামনে পৌঁছলে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত কামরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে একইদিন বজ্রপাতে জেলার আগৈলঝাড়া উপজেলার সাহেবেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর একজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বৃষ্টির মধ্যে স্কুলে যাওয়ার পথে চতুর্থ শ্রেণীর ছাত্রী বন্যা রায়, পঞ্চম শ্রেণীর ছাত্রী সেতু মজুমদার ও দয়া রায় বজ্রপাতে আহত হয়। এ সময় বজ্রপাতে শিক্ষার্থী বন্যার পা পুড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যরা ভয়ে রাস্তার পার্শ্ববর্তী খালে ঝাঁপ দেয়। স্থানীয়রা ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা শেষে গুরুতর আহত বন্যাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা সবাই আগৈলঝাড়া উপজেলার সাহেবেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বরগুনা জেলার তালতলী উপজেলার শিকারীপাড়া গ্রামে বিকেলে বজ্রপাতে সাইদুল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কুদ্দুস মিয়া (৪০), সগির (৩৮) ও আবুল কালাম (৫০) আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিকারীপাড়া গ্রামের আইউব আলী হাওলাদারের আমন ক্ষেতে বীজ রোপণ করছিলেন। এ সময় বজ্রপাত আঘাত হানে। এতে আইউব আলী হাওলাদারের ছেলে সাইদুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এ সময় দিনমজুর কুদ্দুস মিয়া, সগির ও আবুল কালাম আহত হয়। আহতদের উদ্ধার করে তালতলীর আল কারিম বেসরকারী ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের শ্রমজীবী আনোয়ার গাজী (৪০) বজ্রপাতে মারা গেছে। এ সময় তার বোনজামাই ছালাহউদ্দিন আহত হয়। দুপুর দুইটার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। তারা দুজনেই মাটি কাটছিল। বজ্রপাতে অচেতন হয়ে পড়লে তাদের কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আনোয়ার গাজীকে মৃত ঘোষণা করে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছালাহউদ্দিন।
×