ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অগ্নাশয় ক্যান্সার চিকিৎসায় আশার আলো গ্রীন স্পঞ্জ

প্রকাশিত: ০৫:৪৫, ২৮ জুলাই ২০১৭

অগ্নাশয় ক্যান্সার চিকিৎসায় আশার আলো গ্রীন স্পঞ্জ

আলাস্কা অঞ্চলে প্রশান্ত মহাসাগরের অন্ধকার ও বরফাচ্ছন্ন পানি থেকে আবিষ্কৃত একটি ছোট জলজ উদ্ভিদ (সবুজ স্পঞ্জ) এই প্রথম অগ্নাশয় ক্যান্সারের বিরুদ্ধে দারুণ এক অস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গবেষকরা বুধবার এ কথা জানিয়েছেন। এএফপি। অগ্নাশয় ক্যান্সার বিশেষ করে মারাত্মক টিউমারসংবলিত ক্যান্সার চিকিৎসা করা ভীষণ কঠিন। নোয়া আলাস্কা ফিশারিজ সায়েন্স সেন্টারের গবেষক বব স্টোন এ বিষয়ে বলেন, কেউ কখনও এ স্পঞ্জ দেখে কল্পনাই করতে পারেনি যে, এটা এত অলৌকিক হতে পারে। স্টোন ২০০৫ সালে সাগরতলায় অনুসন্ধান অভিযান চালানোর সময় এ স্পঞ্জ আবিষ্কার করেন। লাটরুনসুলি অসটিনি নামের এ স্পঞ্জ দেখতে বিবর্ণ। পানির ২৩০ থেকে ২৭০ ফুট গভীরে কোথাও কোথাও পাথরের ওপর এটি বাস করে। ডেট্রয়েটের হেনরি ফোর্ড ক্যান্সার ইনস্টিটিউটের ফ্রেড ভেলেরিওটের সঙ্গে কাজ করা সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক হামনান জানিয়েছেন, ল্যাব পরীক্ষায় দেখা গেছে, এ স্পঞ্জে থাকা কিছু অণুু অগ্নাশয় ক্যান্সারের কোষগুলো বেছে বেছে ধ্বংস করে। ‘সন্দেহাতীতভাবে এটাই অগ্নাশয় ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অণু যা আমরা দেখছি’- বলেন হামনান। এখনও অনেক কাজ বাকি রয়েছে বলেও জানান তিনি।
×