ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে মৌলিক গবেষণা ও সেবার মান আরও বাড়াতে হবে ॥ উপাচার্য

প্রকাশিত: ০৫:৩৭, ২৮ জুলাই ২০১৭

বিএসএমএমইউতে মৌলিক গবেষণা ও সেবার মান আরও বাড়াতে হবে ॥ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান অপেক্ষাকৃত তরুণ শিক্ষকদের উদ্ভাবনী, উদ্যমী, বিজ্ঞানমনস্ক মন নিয়ে উদ্যোগী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেছেন, সহকারী শিক্ষকরা যেকোন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় শক্তি। গবেষণা ও শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার কার্যক্রম আরও এগিয়ে নিতে উদ্যমী ভূমিকা রাখতে হবে। মৌলিক গবেষণা ও সেবার গুণগতমান বৃদ্ধির উপর অধিক গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে সহকারী অধ্যাপকবৃন্দের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন। গ্যাস্টোএন্টারোলজি সোসাইটি বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বাংলাদেশ গ্যাস্টোএন্টারোলজি সোসাইটি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এসবের মধ্যে ঢাকাসহ বাংলাদেশের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দিনের তাৎপর্য তুলে ধরে পোস্টার প্রদর্শন, ইলেক্ট্রনিক মিডিয়ায় দিনটি উপলক্ষে আলোচনা ও টকশো, জাতীয় দৈনিকে বিশেষ সংবাদ প্রচার এবং আগামীকাল সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।
×