ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে পানিতে ভেসে গেছে শত কোটি টাকার মাছ

প্রকাশিত: ০৫:২০, ২৮ জুলাই ২০১৭

বাগেরহাটে পানিতে ভেসে গেছে শত কোটি টাকার মাছ

বাবুল সরদার, বাগেরহাট ॥ বাগেরহাটে গত সাত দিনে প্রবল বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ১০ হাজারের অধিক মৎস্য ঘের ও পুকুর ভেসে কমপক্ষে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। ফলে গলদা, বাগদা ও সাদা মাছের কয়েক হাজার চাষী দিশাহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত চাষীরা আহাজারি করছেন। জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার বলেন, ১০ হাজার ৬৫০টি মাছের ঘের প্লাবিত হয়ে প্রাথমিক হিসাবে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ‘সাদা সোনা চাষে সমৃদ্ধ’ বাগেরহাট জেলায় ৫১ হাজার ৭৩৬ হেক্টর জমিতে ৩৫ হাজার ৭৩৪ বাগদা চিংড়ির ঘের, ১৯ হাজার ৬৫৪ হেক্টর জমিতে ৪২ হাজার ৯৭৫ গলদা চিংড়ির ঘের রয়েছে। এছাড়া সরকারী-বেসরকারী মিলিয়ে ৩৪ হাজার ৫৯২ পুকুর ও দীঘি রয়েছে। প্রায় ৫০ হাজার পরিবার সরাসরি মৎস্য চাষের সঙ্গে জড়িত। এদের অধিকাংশ দরিদ্র। অনেক চাষী ঋণ নিয়ে মাছ চাষ করেন। কিন্তু গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে জেলার চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট, কচুয়া, রামপাল, মংলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদর উপজেলার ১০ হাজার ৬৫০টি মাছের ঘের প্লাবিত হয়েছে। ফলে প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে গেছে। ঋণগ্রস্ত চাষীরা পুঁজি হারানোর শঙ্কায় দিশাহারা হয়ে পড়েছেন।
×