ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগস্ট মাস নিয়ে কটূক্তি ॥ শাবি শিক্ষকের শাস্তি

প্রকাশিত: ০৫:১৯, ২৮ জুলাই ২০১৭

আগস্ট মাস নিয়ে কটূক্তি ॥ শাবি শিক্ষকের শাস্তি

শাবি সংবাদাতা ॥ শোকাবহ আগস্ট মাসকে নিয়ে কটূক্তি করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বলেন, বিভিন্ন মহল থেকে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে সিন্ডিকেটের এক জরুরী সভায় ওই শিকক্ষের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়। তার নাম মোহাম্মদ মনজুর-উল-হায়দার ওরফে সুমন আকন্দ। তিনি নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। চাকরি থেকে ছয় মাসের অব্যাহতি দেয়ার পাশাপাশি তাকে সহকারী অধ্যাপক থেকে পদের অবনতি করে প্রভাষক করা হয়েছে। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে বলে জানান রেজিস্ট্রার ইশফাকুল। গত ১৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে অভিযুক্ত শিক্ষক মনজুর-উল-হায়দার ওরফে সুমন আকন্দ লিখেন, দিন গুনছি..আসছে আমার আনন্দের আগস্ট। স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পর দিন ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আগস্ট নিয়ে কটূক্তির অভিযোগ এনে ওই শিক্ষকের শাস্তি দাবি করেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির নেতৃবৃন্দ।
×