ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে পল্লী অঞ্চলে উন্নয়নের ছোঁয়া

প্রকাশিত: ০৫:১৯, ২৮ জুলাই ২০১৭

গোবিন্দগঞ্জে পল্লী অঞ্চলে উন্নয়নের ছোঁয়া

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ জুলাই ॥ গোবিন্দগঞ্জ উপজেলার অবহেলিত গ্রামগুলোতে সড়ক যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সার্বিক অগ্রগতি হওয়ায় ওই সব গ্রামের প্রায় ছয় লাখ মানুষ এ সুবিধা পাচ্ছে। বর্তমান সরকারের আমলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হওয়ায় এ উন্নয়ন সম্পন্ন হয়েছে। জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে নেয়া গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়। উল্লেখ্য, গ্রামীণ অবকাঠামোতে রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ১৫০টি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পসমূহ বাস্তবায়নে ব্যয় হয় প্রায় তিন কোটি ৫০ লাখ টাকা। গ্রামীণ রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও মেরামতে নেয়া এ প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই সমাপ্ত হয়। গোবিন্দগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে গ্রহণ করা তালিকা ধরে তালুক কানপুর ইউনিয়নের বাঘবপুর ছাদেক মেম্বারের বাড়ির রাস্তা, সাপমারার এ্যাপেক্স ফ্যাক্টরি থেকে হঠাৎপাড়া রাস্তা, মহিমাগঞ্জের পুনতাইর বাজার জামে মসজিদসহ কয়েকটি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এদিকে, ভূমিহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫শ’ পরিবারের জন্য পাঁচটি প্রকল্প গ্রহণ করা হয় কাটাবাড়িতে। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা প্রায় সমাপ্তির পথে। এতে ওই ভূমিহীন অতিদরিদ্র পরিবারগুলো মাথাগোঁজার ঠাঁই পাচ্ছে। এর মধ্যে গত অর্থবছরে গুমানীগঞ্জ ইউনিয়নে প্রায় ১২টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়। এছাড়া দরবস্ত ইউনিয়নের বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় একটি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মিত হয়েছে। গত অর্থবছরে প্রাপ্ত এক হাজার ২শ’ ওয়াটের সোলার প্যানেল ওই আশ্রয় কেন্দ্রে সরবরাহ ও স্থাপন করা হয়। পল্লী এলাকায় বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে ২০১৬-১৭ অর্থবছরে বিভিন্ন ওয়ার্ডে প্রায় তিন হাজার সোলার প্যানেল স্থাপন করা হয়। এছাড়াও গত অর্থবছরে বাৎসরিক সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে উপজেলায় ২৩ ছোট-বড় সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। গোবিন্দগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বিভিন্ন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে।
×