ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে পানির নিচে আমন বীজতলা

প্রকাশিত: ০৫:০৩, ২৮ জুলাই ২০১৭

আমতলীতে পানির নিচে আমন বীজতলা

নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, গত আট দিনের অতি বর্ষণে পানি নিষ্কাশন না হওয়ায় আমতলী ও তালতলী উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে আমনের বীজতলার বীজ নিয়ে শঙ্কায় ৫১ হাজার কৃষক।জানা গেছে, দু’উপজেলার এ বছর আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ হাজার ৪৫০ হেক্টর। এর মধ্যে আমতলীতে ২৩ হাজার ৪৫০ হেক্টর ও তালতলীতে ১৫ হাজার হেক্টর। জমি চাষাবাদের জন্য কৃষক আমনের বীজতলা তৈরি করেছে। গত আট দিনের অতি বর্ষণে জলাবন্ধতা সৃষ্টি হওয়ায় আমনের বীজতলা পানি নিচে তলিয়ে রয়েছে। এতে ৫১ হাজার কৃষক আমনের বীজ নিয়ে শঙ্কায় রয়েছে। অনেক কৃষক আমনের ক্ষেত তৈরির জন্য প্রস্তুতি নিলেও জলাবদ্ধতার কারণে পারছে না। আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে কৃষকরা আমনের বীজতলা তৈরি করে। ওই সময় ভারি বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধার সৃষ্টি হয়। ওই সময় পচে যায় আমনের বীজতলার বীজ। পুনরায় কৃষকদের অধিক মূল্যে বীজ কিনে বীজতলা তৈরি করতে হয়। গত আট দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকের সঙ্কা আরও বেড়ে গেছে। অনেক স্থানের বীজতলা পানির নিচে থাকায় বীজ পচে গেছে। কৃষকরা জানান পানি নিষ্কাশনের ভাল ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার আমতলীর আঠারোগাছিয়া, কুকুয়া, আজিমপুর, ঘটখালী, আমড়াগাছিয়া, চাওড়া, পশ্চিম আমতলী, ঘোপখালী, আড়পাঙ্গাশিয়া, পশুরবুনিয়া, চরকগাছিয়া, সেকান্দারখালী, ফকির বাড়ি, খলিয়ান, খুড়িয়ার খেয়াঘাট ও তালতলীর পঁচাকোড়ালিয়া, কড়াইবাড়িয়া, শারিকখালী, ছোটবগী, গাবতলী, মৌপাড়া, চরপাড়া, তালতলী, ফকিরহাট, নিশানবাড়িয়া, লেমুয়া, গাজীকালু, বেহালা ও আলীর বন্দর ঘুরে দেখা গেছে জলাবদ্ধায় বীজতলা ডুবে রয়েছে। উঁচু স্থানের বীজতলা কিছুটা ভাল হলেও নিচু স্থানের বীজতলার বীজ জলাবদ্ধতায় পচে যাচ্ছে।
×