ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:০০, ২৮ জুলাই ২০১৭

কুমিল্লায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ জুলাই ॥ মাছ চুরির অভিযোগে রিপন ওরফে ভেন্ডার নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামের আকরাম মৎস্য খামারে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি মহিন উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত রিপন বাঙ্গড্ডা গ্রামের মনিরুজ্জামানের ছেলে। জানা যায়, রিপন (২২) বুধবার গভীর রাতে আকরাম মৎস্য খামারে যায়। এ সময় আকরামের ছেলে শাহপরান ও কর্মরত শ্রমিকরা রিপনকে মাছ চুরির অভিযোগে আটক করে ওই খামারের মাছের খাদ্যগুদামে নিয়ে রাতভর নির্যাতন করে ও ইলেক্ট্রিক শক দেয়। খবর পেয়ে বৃহস্পতিবার নাঙ্গলকোট থানা পুলিশ ওই গুদাম থেকে রিপনের লাশ উদ্ধার করে। এ বিষয়ে রিপনের মা জাহানারা অভিযোগ করে বলেন, গত তিন দিন যাবত ওই মৎস্য খামারে কাজ করত তার ছেলে রিপন। রাতের খাবার খেয়ে বাড়ি থেকে মৎস্য খামারে গেলে মালিকপক্ষ ও কর্মচারীরা মিলে তার ছেলেকে মাছ চুরির অপবাদ দিয়ে নির্যাতনপূর্বক খুন করে। জাহানারা বেগমের আট মেয়ে ও দুই ছেলের মধ্যে রিপন সবার ছোট। তিনি খুনের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান।
×