ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিজিএফের গম না দেয়ায় ইউপি চেয়ারম্যানকে মারধর

প্রকাশিত: ০৪:৫৬, ২৮ জুলাই ২০১৭

ভিজিএফের গম না দেয়ায় ইউপি চেয়ারম্যানকে মারধর

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৭ জুলাই ॥ ভিজিএফ’র গম না দেয়ায় তালতলীর শারিখখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাবুলকে কিবরিয়া তালুকদার ও তার লোকজন মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। জানা গেছে, তালতলী উপজেলার শারিখখালী ইউনিয়নের ঈদের বিশেষ সহায়তা ভিজিএফ’র গম বৃহস্পতিবার ইউপি পরিষদ অফিসের সামনে বসে বিতরণের জন্য প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় কিবরিয়া তালুকদার ও তার লোকজন চেয়ারম্যান জাকির হোসেন বাবুলের কাছে ৫০ বস্তা গম দাবি করে। চেয়ারম্যান এ গম দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে কিবরিয়া তালুকদার ও তার লোকজন চেয়ারম্যানকে মারধর শুরু করে। চেয়ারম্যানকে রক্ষায় মহিউদ্দিন চৌকিদার, ইউসুফ শিকদার ও ছালাম মৃধা এগিয়ে গেলে তাদের পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় গম বিতরণ বন্ধ রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাবুল বলেন, গম বিতরণের পূর্বে কিবরিয়া তালুকদার আমার কাছে ৫০ বস্তা গম দাবি করে। আমি এ গম দিতে অস্বীকার করায় আমাকে গালাগাল ও কিল-ঘুষি, লাথি ও জুতা মেরেছে। পরে কিবরিয়া ও তার লোকজন ৩৭ বস্তা গম নিয়ে গেছে। অভিযুক্ত কিবরিয়া তালুকদার বলেন, চেয়ারম্যান জাকির হোসেন বাবুল জনপ্রতি ছয় কেজি করে গম বিতরণ শুরু করে। এ সময় আমি গম কম দেয়ার বিষয়টির প্রতিবাদ করি। এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় কয়েকটি কিল ঘুষি মেরেছি। তবে গম নেয়ার বিষয়টি অস্বীকার করেন। ট্যাগ অফিসার রিপন ম-ল গম নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, গম বিতরণের পূর্বে চেয়ারম্যান জাকির হোসেন বাবুল ও কিবরিয়ার তালুকদারের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে।
×