ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৪:৫৫, ২৮ জুলাই ২০১৭

ঝালকাঠিতে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৭ জুলাই ॥ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ধর্ষণের পরে হত্যার দায়ে একজনকে মৃত্যুদ- ও এক লাখ টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার এই আদালতের বিচারক বজলুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত হচ্ছে রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চর ইন্দ্রপাশা গ্রামের জাহাঙ্গীর হাওলাদার। ২০০৯ সালের ২০ অক্টোবর রাত ৩টায় রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বদরপুর গ্রামে জনৈক নুরজাহান বেগমের বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে। গার্মেন্টস কর্মী (আঁখি আক্তারকে) তার সৎ ভগ্নিপতি জাহাঙ্গীর হাওলাদার ঢাকা থেকে গ্রামের বাড়ি নিয়ে আসার পথে পালাক্রমে ধর্ষণ করে হত্যা করে এবং মৃতদেহ পাশের একটি ধান ক্ষেতে ফেলে রেখে যায়। ২০০৭ সালের ৭ জুলাই এই সৎ ভগ্নিপতি নিহত ভিকটিমকে ধর্ষণ করার দায়ে আদালতে একাটি মামলা দায়ের করেছিল এবং সেই মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হয়েছে। এই ঘটনায় নিহতের মা রশোনা বেগম বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করে।
×