ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে মহাসড়কে দীর্ঘ যানজট ॥যাত্রী ভোগান্তি

প্রকাশিত: ০৪:৫১, ২৮ জুলাই ২০১৭

সিরাজগঞ্জে মহাসড়কে দীর্ঘ যানজট ॥যাত্রী ভোগান্তি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপার মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানজট এখন নিত্যদিনের সমস্যা। এই যানজটের কারণে সিরাজগঞ্জ শহর হয়ে বিকল্প পথে চলাচল করেও নির্ধারিত সময়ে কেউ গন্তব্যে পৌঁছাতে পারছে না। কমপক্ষে প্রতিদিন ৫/৬ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। খানাখন্দ, ঝুঁকিপূর্ণ নড়বড়ে নলকা সেতু ও মহাসড়ক সংস্কারের কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ অংশের বঙ্গবন্ধু-হাটিকুমরুল, হাটিকুমরুল-বনপাড়া ও উত্তরবঙ্গ মহাসড়কে এই যানজট চরম ভোগান্তির সৃষ্টি করেছে। সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে যানবাহন চলাচলে অচল অবস্থা হয়ে পড়েছে।বৃহস্পতিবার সকাল থেকেই সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১০ কিলোমিটার, গোলচত্বর থেকে রায়গঞ্জের ভুইয়াগাতি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ও গোলচত্বর থেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া পর্যন্ত ১০ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এই ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে যানবাহনগুলো। ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে নলকা সেতু দিয়ে ধীরগতিতে যান চলাচল এবং মহাসড়কে খানাখন্দ ও কোথাও কোথাও গাড়ি বিকল হয়ে সড়কে প্রতিবন্ধকতা সেই সঙ্গে যোগ হয়েছে রাস্তা মেরামত। ফলে সৃষ্টি হয়েছে যানজট। রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত বড় বড় গর্ত আর খানাখন্দকে ভরা এ মহাসড়কটি। এ কারণে যানজটের তীব্রতা আরও বেশি। বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র তাপদহের কারণে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে গেছে। সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিলাদুল হুদা বলেন, হাটিকুমরুল গোলচত্বরে সংস্কার কাজ চলমান থাকায় এ যানজট লেগে রয়েছে। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি সলঙ্গা থানা, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা ও ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, সেতু অতিক্রম করার পর যানবাহনগুলো নলকা সেতুর পূর্বপাড়ে গিয়ে আটকে পড়ছে। ফলে যানবাহনগুলো দীর্ঘ লাইন ও ধীরগতিতে চলছে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, মেরামতের জন্য যানচলাচলে সাময়িক সমস্যা হচ্ছে। তবে বৃষ্টি না হলে মেরামত কাজ দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে।
×