ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাত দিনই খোলা থাকবে শাহজালালের কার্গো ভিলেজ

প্রকাশিত: ০৩:৫৮, ২৮ জুলাই ২০১৭

সাত দিনই খোলা থাকবে শাহজালালের কার্গো ভিলেজ

সপ্তাহের ৭ দিনই খোলা থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজ। আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার এয়ারলাইন্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, দেশের সব বিমানবন্দর সিভিল এভিয়েশন অথরিটির তদারকিতে থাকলেও গ্রাউন্ড হ্যান্ডেলিং করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কার্গো হ্যান্ডেলিংয়ের আওতায় ব্যবসায়ীদের আমদানি-রফতানিতে সেবা দেয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার পাইরেসি বন্ধে সোর্স-৩ কিনল ফেসবুক পাইরেসি বন্ধে দীর্ঘদিন ধরে কাজ করছে ফেসবুক। তারই অংশ হিসেবে সোর্স-৩ নামের একটি প্রতিষ্ঠান কিনে নিল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। নতুন এই প্রতিষ্ঠান ফেসবুকে পাইরেসি বন্ধে কাজ করবে। সোর্স-৩ এর এমন প্রযুক্তি রয়েছে, যা দিয়ে সহজে পাইরেসি চিহ্নিত করা যায়। ফলে এখন থেকে পাইরেটেড কনটেন্ট অনেকটাই কমে আসবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। অনুমতি না নিয়ে কারও বুদ্ধিবৃত্তিক সম্পদকে নিজে ব্যবহার করাকে পাইরেসি বলে। অর্থাৎ এটা এক ধরনের নকল। গত দু’বছর আগে ফেসবুকের পাইরেটেড ভিডিও নিয়ে অনেক আলোচনা-সমালোচনা শুরু হয়। ফলে এ ধরনের সমস্যা সমাধানে তখনই উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। সে সময় রাইটস ম্যানেজার নামের একটি প্রযুক্তি চালু করে তারা, যা মূলত পাইরেটেড ভিডিও চিহ্নিতকরণ ও অপসারণে ব্যবহার হতো। এবার প্রক্রিয়াটিকে আরও গতিশীল করতে সোর্স-৩ নামক প্রতিষ্ঠান কিনে নিল ফেসবুক। -অর্থনৈতিক রিপোর্টার
×