ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৪, ২৮ জুলাই ২০১৭

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবারে ডিএসইতে ৭১২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭৪ কোটি ২ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৬৩৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক শূন্য দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি, প্রিমিয়ার ব্যাংক, জাহিন স্পিনিং, সিটি ব্যাংক, ফরচুন সুজ ও কেয়া কসমেটিক। দনবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, হাক্কানী পাল্প, প্রিমিয়ার ব্যাংক, ফাইন ফুড, জাহিন স্পিনিং, কর্ণফুলী ইন্স্যুরেন্স, এইচআর টেক্সটাইল, ডেফোডিল কম্পিউটার ও মুন্নু সিরামিক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বিডি ওয়েল্ডিং, বিআইএফসি, পিপলস লিজিং, মার্কেন্টাইল ব্যাংক, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, ফাস ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল ও ফেডারেল ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৫১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সামিট পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, ফু-ওয়াং ফুড, গ্রামীণফোন, কেয়া কসমেটিক, ফরচুন সুজ, মার্কেন্টাইল ব্যাংক ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।
×