ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে অটিস্টিক শিশুদের বই ‘অনন্য ছবি’ বিনামূল্যে বিতরণ

প্রকাশিত: ০২:১৭, ২৭ জুলাই ২০১৭

গফরগাঁওয়ে অটিস্টিক শিশুদের বই ‘অনন্য ছবি’ বিনামূল্যে বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেনের সম্পাদনায় প্রকাশিত ‘অনন্য ছবি’ নামের বইটি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শতাধিক পাঠাগারে বিনামূল্যে বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পাঠাগারের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের হাতে তিনি এসব বই তুলে দেন। অনুষ্ঠানে তরুণ এমপি বাবেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজিব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন। তাঁদের মধ্যেই দেশের ১৬ কোটি মানুষ সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। এসময় তিনি বিশেষভাবে সক্ষম শিশুদের সামাজিক নিরাপত্তা দিতে সকলের প্রতি আহবান জানান। উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফিন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, রেশমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমৃকর্তা বেলায়েত হোসেন প্রমুখ। শেষে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, ইউনিয়ন পরিষদের, শিশু-কিশোর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শতাধিক লাইব্রেরীতে বিনামূল্যে অটিজিম শিশু-কিশোরদের আকাঁ ছবি ও লেখা নিয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল কর্তৃক সংকলিত ও সম্পাদিত ‘অনন্য ছবি’ বইটি বিতরণ করেন। প্রসঙ্গত, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ দক্ষতাসম্পন্ন (অটিস্টিক) শিশুশিল্পীদের ২৬০টি চিত্রকর্ম রয়েছে বইটিতে। ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩৬তম আইপিইউ সম্মেলনে দেশি-বিদেশি অতিথিদের সামনে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জানা গেছে, এর আগেও তরুণ এমপি ফাহমী গোলন্দাজ বাবেল তার এলাকায় বিভিন্ন সময়ে পাঠাগার উন্নয়নে কাজ করেছেন। স্থানীয় এই এমপির নেতৃত্বে ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়েও গফরগাঁওয়ে হয়েছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।
×