ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচারপতিদের শৃংখলাবিধি এখন প্রধানবিচারপতির হাতে

প্রকাশিত: ০১:৪১, ২৭ জুলাই ২০১৭

বিচারপতিদের শৃংখলাবিধি এখন প্রধানবিচারপতির হাতে

স্টাফ রিপোর্টার ॥ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার চূড়ান্ত খসড়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে হস্তান্তর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার বিকেলে সুপ্রীমকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠককালে এই খসড়া বিধিমালা হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী নিজেই।বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, শৃঙ্খলাবিধির খসড়া আজ আমি প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করেছি। এটি এখন তিনি দেখবেন। এরপর খসড়া বিধিটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর মন্ত্রণালয় এটি গেজেট আকারে জারি করবে। এদিকে সুপ্রীমকোর্ট থেকে জানা গেছে, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করতে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে আইন মন্ত্রী সুপ্রিম কোর্টে যান। প্রায় আধঘণ্টাব্যাপী দুজন একান্তে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী খসড়া বিধিমালা প্রধান বিচারপতির কাছে হস্তান্তরের বিষয়টি জানিয়েছেন। চলতি মাসে তৃতীয়বারের মতো প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন আইনমন্ত্রী। সবশেষ গত ২০ জুলাই বৈঠক শেষে মন্ত্রী বলেছিলেন, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের খুব কাছাকাছি চলে এসেছে সরকার। সেই বক্তব্যের এক সপ্তাহের ব্যবধানে বিধিমালার খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করা হলো।
×