ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০৬ নম্বরে কল করে জানানো যাবে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ০৮:৩৭, ২৭ জুলাই ২০১৭

১০৬ নম্বরে কল করে জানানো যাবে দুর্নীতির অভিযোগ

মশিউর রহমান খান ॥ যখনই দেশের কোথাও দুর্নীতির ঘটনা ঘটবে তখনই অভিযোগ করা যাবে এমন সুবিধা নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আজ থেকে শুরু হচ্ছে দুদক কলসেন্টার বা হটলাইনের কার্যক্রম। এ সেবা পেতে যে কোন অভিযোগকারী ‘১০৬’ নম্বরে টিএ্যান্ডটি বা যে কোন মোবাইল অপারেটর থেকে সার্ভিস চার্জ ছাড়াই বিনামূল্যে দুর্নীতি সংশ্লিষ্ট অপরাধের সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং আইনী পরামর্শ নিতে পারবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ সকাল দশটায় এ হটলাইন উদ্বোধন করবেন। দুদকের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় দুদক চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে এই কলসেন্টার স্থাপন করা হয়েছে। অভিযোগকারীর নাম, ঠিকানা বা পরিচয় কোন অবস্থাতেই প্রকাশ করা হবে না। হটলাইন পরিচালনার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) এর অনুমোদনসহ অন্যান্য আনুষঙ্গিক বিধি-বিধান যথাযথভাবে পরিপালন করা হয়েছে। দুর্নীতির অভিযোগ জানাতে অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০৬ নম্বরে বিনামূল্যে ফোন করা যাবে। দুদক সূত্র জানায়, তথ্য জানতে ও জানাতে কিংবা দুর্নীতি সংশ্লিষ্ট পরামর্শ গ্রহণ করতে চাইলে কোন অভিযোগকারীর সঙ্গে অপর প্রান্তে থাকা দুদকের কোন কর্মকর্তা বা কর্মচারীগণ কোনক্রমেই খারাপ আচরণ করতে পারবেন না। সর্বোচ্চ সহায়তা করবে দুদক কর্তৃপক্ষ। সেবার মান পরিবর্তন করতেই এই বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে রাষ্ট্রীয় দুর্নীতি প্রতিরোধকারী সংস্থাটি। সূত্র জানায়, এরই মধ্যে পরীক্ষামূলকভাবে হটলাইন চালু করা হয়েছে। ইতোমধ্যে হটলাইন-১০৬ পরিচালনার জন্য কমিশনের ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি এবং আচরণগত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার হটলাইনের সর্বশেষ কার্যক্রম পরিদর্শন করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ এবং কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এ সময় কমিশন অভিযোগ কেন্দ্রের সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে চেয়ারম্যান অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অভিযোগ গ্রহণকালে কোন অবস্থাতেই অভিযোগকারীদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।
×