ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্যমাত্রার চেয়ে ৩ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে ॥ এনবিআর

প্রকাশিত: ০৮:২৯, ২৭ জুলাই ২০১৭

লক্ষ্যমাত্রার চেয়ে ৩ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে ॥ এনবিআর

স্টাফ রিপোর্টার ॥ বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায়ে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি অর্জন ছাড়াও লক্ষ্যমাত্রার চেয়ে ৩ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের হিসাব মতে, সংশোধিত লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা হলেও ২৪ জুলাই পর্যন্ত আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক মিলিয়ে প্রতিষ্ঠানটি ১ লাখ ৮৫ হাজার ৩ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। এক্ষেত্রে পূর্ববর্তী অর্থবছরের তুলনায় রাজস্ব আহরণের পরিমাণ বেড়েছে প্রায় ১৯ শতাংশ। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো: নজিবুর রহমান এসব তথ্য তুলে ধরেন। এবিআর চেয়ারম্যান বলেন, ২০১৬-২০১৭ অর্থবছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা। ২৪ জুলাই পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী লক্ষ্যমাত্রার বিপরীতে সংগৃহীত হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩ কোটি টাকা। সেপ্টেম্বরে চূড়ান্ত হিসাব পাওয়া গেলে রাজস্ব আয়ের পরিমাণ আরও বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় তিনি সকল করদাতা, অংশীজন এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। এদিকে, ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের পরিমাণ বেড়েছে প্রায় ১৯ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে এনবিআর রাজস্ব আহরণ করেছিল এক লাখ ৫০ হাজার কোটি টাকা। সেই হিসেবে গত কয়েকবছরের মধ্যে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আয়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে।এর আগের ২০১৫-১৬ ও ২০১৪-১৫ অর্থবছরে এনবিআর রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১৪ দশমিক ৬০ এবং ১২ দশমিক ৩২ শতাংশ। করদাতা ও দেশবাসীর সহায়তায় চলতি অর্থবছরের নির্ধারিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা অর্জন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান।
×