ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া লন্ডন যাওয়ার পর সরকারের ঘুম হারাম ॥ রিজভী

প্রকাশিত: ০৮:২৮, ২৭ জুলাই ২০১৭

খালেদা জিয়া লন্ডন যাওয়ার পর সরকারের ঘুম হারাম ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর থেকে সরকারের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। এ জন্যই মিথ্যা কল্পকাহিনী রচনা করে বিএনপির সিনিয়র নেতাদের নামে বদনাম ও কুৎসা রটানোর অপচেষ্টা করছে। এসব ষড়যন্ত্রমূলক রটনার মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে বাইরে রেখে ৫ জানুয়ারির মতো একতরফা নির্র্বাচন করা। কিন্তু আমরা তাদের সে সুযোগ দেব না। নিরপেক্ষ সরকারের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। খালেদা জিয়ার নেতৃত্বে এ বিষয়ে বিএনপি ইস্পাতকঠিন মনোবলে ঐক্যবদ্ধ। বিএনপির মুখপাত্র বলেন, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কতই না প্রলাপ বকছেন। তিনি চিকিৎসার জন্য লন্ডন গেছেন। অথচ প্রথমে আওয়ামী লীগের নেতারা বললেন, খালেদা জিয়া মামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন তারা বলছেন, খালেদা জিয়া ষড়যন্ত্র করতে লন্ডন গেছেন। এরপরও হয়ত তারা আবার আরেক নতুন তত্ত্ব দেবেন। রিজভী বলেন, শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলা সরকারের হিংস্রতার প্রকাশ। এ নিয়ে দেশজুড়ে যখন আলোড়ন চলছে ঠিক সেই মুহূর্তে গণমাধ্যমে দেখলাম চারজন মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এটা আন্দোলনে অংশ নিয়ে পুলিশী হামলায় গুরুতর আহত শিক্ষার্থী সিদ্দিকুরের ইস্যুকে অন্যদিকে মোড় নিতেই করা হয়েছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।
×