ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগ

প্রকাশিত: ০৭:৪২, ২৭ জুলাই ২০১৭

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগ

জনকণ্ঠ ডেস্ক ॥ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিজেই ভেঙ্গে দিলেন বিহারের জোট সরকার। বুধবার পাটনার রাজ ভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। খবর ওয়েবসাইটের। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে আপাতত কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশকেই কাজ চালাতে বলেছেন রাজ্যপাল। ইস্তফা দেয়ার পর নীতিশ কুমার বলেন, দুর্নীতির সঙ্গে আপোস করতে পারব না। তাই সরে এলাম। তিনি আরও বলেন, ১৫ দিন ধরে আমি অনেক চেষ্টা করেছি এই জোট সরকারকে বাঁচানোর। কিন্তু আমার পক্ষে আর এই সরকারের নেতৃত্ব দেয়া আর সম্ভব ছিল না।
×