ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধ্রুব হাসান

স্কারলেট জোহানসন

প্রকাশিত: ০৬:২৩, ২৭ জুলাই ২০১৭

স্কারলেট জোহানসন

স্কারলেট জোহানসন একজন মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। লস্ট ইন ট্রান্সলেশন ও গার্ল উইথ আ পার্ল ইয়ারিং ছবি দুটিতে অভিনয়ের জন্য তিনি ২০০৩ সালে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন পান। তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এ নাতাশা রোমানফ / ব্ল্যাক উইডো চরিত্রের অভিনয় করছেন । আয়রনম্যান-২ খ্যাত হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। প্রায় দুই যুগ ধরে তিনি রুপালি পর্দা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে তিনি তিনটি বিগ বাজেটের ছবিতে অভিনয় করছেন। এগুলো হচ্ছে- ‘এভারেজ ইনফিনিটি ওয়্যার’, ‘ইসলে অব ডগস’ ও ‘আনটাইটেলড এ্যাভেঞ্জারস ফিল্ম’। এ ছবিগুলো ২০১৮ সালে মুক্তি পাবে। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও খ্যাতি অর্জন করেছেন স্কারলেট। তার ‘বিফোর মাই টাইম’ গানটি চেসিং আইস চ্যানেলে প্রচারিত হয়েছে। এর জন্য অস্কারে মনোনীত হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, স্কারলেট ‘আই লে মাই হেড’ ও ‘ ব্রেকআপ’ নামে দুটি এ্যালবামও প্রকাশ করেন। স্কারলেট অভিনীত সবচেয়ে প্রশংসিত ছবি হচ্ছে, ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’। এতে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। এ ছবিতে তাকে বেশ আবেদনময়ী রূপেও দেখা গেছে। এর ফলে ছবিটি ১.১৫ বিলিয়ন ডলার আয় করতে সক্ষম। ব্যাপক এ সাফল্যের কারণে ২০১৬ সালের সবচেয়ে বেশি আয়ের অভিনয় শিল্পী নির্বাচিত হয়েছেন স্কারলেট জোহানসন। সুপারহিরোনির্ভর ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছাড়াও তার উপার্জনের বেশিরভাগ আয়ের উৎস হচ্ছে হলিউড নিয়ে বিদ্রƒপাত্মক ছবি ‘হেইল সিজার’। এদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম আবেদনময়ী নারী হিসেবেও পরিচিত স্কারলেট জোহানসন। তিনি ২০০৬ ও ২০১৩ সালে স্কুয়ার ম্যাগাজিন জরিপে শ্রেষ্ঠ অবেদনময়ী নারীর খেতাব অর্জন করেন। এ ছাড়া ২০০৭ সালে প্লেবয় ম্যাগাজিন জরিপে শ্রেষ্ঠ অবেদনময়ী অভিনেত্রীর খেতাব পান। স্কারলেটকে রহস্যমানবীও বলা হয়। এ পর্যন্ত তিনি ডজনখানেক প্রেম করেছেন। বিয়ে করেছেন দুবার; কিন্তু কোন বিয়ে টেকেনি। তার সাবেক দুই স্বামীর নাম রয়্যান রেনুলডস ও রোমেইন ডাউরিক। অভিনয়, মডেলিং ও সঙ্গীতে নিজের দক্ষতা প্রমাণের পর এবার স্কারলেট পরিচালনায় নিজের আগ্রহ প্রকাশ করেছেন। এ কাজটি তার জন্য সম্ভবত খুব কঠিন হবে না। কারণ, তার পরিবারের অনেকেই নির্মাণের সঙ্গে জড়িত। এরই মধ্যে তিনি কটি বইয়ের স্বত্ব কিনে নিয়েছেন। এগুলো তিনি চলচ্চিত্র রূপ দিতে চান বলে জানিয়েছেন কিছু দিন আগেই।
×