ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিবিএস কেবলের শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৬:২০, ২৭ জুলাই ২০১৭

বিবিএস কেবলের শেয়ার বিওতে জমা

লটারির মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবে বিজয়ীদের বরাদ্দ পাওয়া শেয়ার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস কেবল লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে, শীঘ্রই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে বলে জানা গেছে। সূত্র মতে, বিবিএস কেবলের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে বুধবার বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। এদিকে, দেশের উভয় স্টক একচেঞ্জে এ তালিকাভুক্ত অনুমোদন দিয়েছে। এখন কোম্পানি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর তারিখ চূড়ান্ত করবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। জানা যায়, বিবিএস কেবলের আইপিওতে ৪৮ গুণ আবেদন জমা পড়ে। -অর্থনৈতিক রিপোর্টার শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোঃ তৌহিদুর রহমান শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, লিবাস টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা পরিচালক মোঃ তৌহিদুর রহমান কোম্পানির ২০ লাখ শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন তিনি। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪১ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৩১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×