ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গণমাধ্যমের দাবি, ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্নাব্যুতে ফরাসী স্ট্রাইকার, রোনাল্ডোর রিয়াল ছাড়ার ইঙ্গিত

আসলেই কি রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে?

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ জুলাই ২০১৭

আসলেই কি রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে?

স্পোর্টস রিপোর্টার ॥ দলবদলে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম নেইমার। ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। তবে একদিন আগেই নিজের মুখে জানিয়ে দিয়েছেন সি আর সেভেন। রিয়াল মাদ্রিদেই থাকছেন তিনি। তবে এর মধ্যেই গুঞ্জন মোনাকোর স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে কিনে নিয়েছে তার দল। দামটাও অবিশ্বাস্য, শুনলেই চোখ কপালে উঠে যাবে। ১৮০ মিলিয়ন ইউরো। এমবাপ্পের বয়স মাত্র ১৮ বছর। ফরাসী ক্লাব মোনাকোর হয়ে এখন পর্যন্ত শুধু দুটি মৌসুম খেলেছেন তিনি। এর মধ্যেই নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। যে কারণেই তাকে পেতে মরিয়া হয়ে ওঠে বিশ্ব ফুটবলের বেশ কয়েকটি ক্লাব। যেখানে জয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। আর এমবাপ্পেকে কেনার খবরটি প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক মার্কা। তাদের দাবি, কিলিয়ান এমবাপ্পেকে কেনার জন্য মোনাকোর সঙ্গে সব আলোচনাই নাকি হয়ে গেছে রিয়ালের। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। আর এই খবর যদি সত্যি হয় তাহলে এখন পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলারই বনে যাবেন মোনাকোর এই ফরাসী তারকা। তবে নেইমার যদি পিএসজিতে যান তাহলে এমবাপ্পেকে ছাড়িয়ে বনে যাবেন ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার। এমবাপ্পের সঙ্গে ছয় বছরের চুক্তি করতে চায় রিয়াল মাদ্রিদ। ২০১০ সালে ফ্রান্সের অখ্যাত ক্লাব বন্ডিতে অভিষেক হয় মোনাকোর। এরপর ২০১৩ সালে মোনাকোতে যোগ দেন তিনি। প্রথম মৌসুমটা মোটেও ভাল যায়নি তার। ১১ ম্যাচে মাত্র এক গোল করেন এমবাপ্পে। তবে গত মৌসুমটা যেন ঠিক স্বপ্নের মতোই কেটেছে তার। ২৯ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৬ বার গোল জড়ান তিনি। গত মৌসুমে করা তার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই রিয়ালের নজর পড়ে তার ওপর। গত মৌসুমে তার অসাধারণ পারফর্মেন্সই মোনাকো লীগ ওয়ান শিরোপা জেতে। রিয়াল মাদ্রিদে যাওয়ার স্বপ্নটা অনেকদিন ধরেই দেখছেন এমবাপ্পে। সবকিছু সঠিকভাবে এগুলে তার স্বপ্নের খুব কাছাকাছি এখন ফরাসী স্ট্রাইকার। তবে নতুন খবর হলো, সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পে যদি যোগ দেন তাহলে রিয়াল ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিওবা এর উত্তর এখনও সময়ের হাতে। এদিকে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে এখনও নিজেদের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেই নিশ্চিত করেছেন ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ কোচ পেপ গার্ডিওলা। ইতোমধ্যেই এবারের দলবদলের জন্য প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে ফেলেছে ইংলিশ জায়ান্টরা। কিন্তু গার্ডিওলা ইঙ্গিত দিয়েছেন আরও কিছু কাজ এখনও বাকি রয়েছে তাদের। প্রিমিয়ার লীগে এ পর্যন্ত ট্রান্সফার ব্যয় বাবদ রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে ম্যান সিটি দলে ভিড়িয়েছে বেঞ্জামিন মেন্ডি, বার্নান্ডো সিলভা, কাইল ওয়াকার, এডারসন, ড্যানিলো এবং ডগলাস লুইজকে। মূলত এবার রক্ষণভাগকে শক্তিশালী করার ওপরই বেশি জোর দিয়েছেন সাবেক বার্সিলোনার এই অভিজ্ঞ কোচ। কিন্তু এখনও বাজারে গুজব রয়েছে তারা আর্সেনাল স্ট্রাইকার এ্যালেক্সিস সানচেজকে কিনতে পারেন। শুধু তাই নয় এমবাপ্পেকেও দলে নিতে চেষ্টা অব্যাহত রেখেছে তারা, যদিও স্প্যানিশ গণমাধ্যম ইতোমধ্যেই দাবি জানিয়েছে ১৮ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকার এমবাপ্পেকে দলে নিয়েছে রিয়াল। গার্ডিওলা অবশ্য এ সম্পর্কে জানান, তারা দু’জন মোনাকো ও আর্সেনালের খেলোয়াড়। সে কারণে এখানে তার কিছুই বলার নেই। কিন্তু তিনি একটি বিষয় নিশ্চিত করেছেন সিটি এখনও ট্রান্সফার মার্কেটে খেলোয়াড়ের সন্ধানে রয়েছে। গার্ডিওলা বলেন, ‘আমাদের দলে দু’জন দারুণ স্ট্রাইকার রয়েছেন, গ্যাব্রিয়েল জেসাস ও সার্জিও এ্যাগুয়েরো।
×