ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধাওয়ান-পুজারার সেঞ্চুরিতে প্রথমদিন ভারতের

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ জুলাই ২০১৭

ধাওয়ান-পুজারার সেঞ্চুরিতে প্রথমদিন ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ শিখর ধাওয়ান ও চেতেশ্বর পুজারার জোড়া সেঞ্চুরির সৌজন্যে গল টেস্টের প্রথমদিনটা নিজেদের করে নিয়েছে সফরকারী ভারত। ৩ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বিরাট কোহলিদের সংগ্রহ ৩৯৯ রান। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে আউট হওয়ার আগে ১৯০ রানের ম্যারাথন ইনিংস উপহার দিয়েছেন ওপেনার শিখর ধাওয়ান। তার মধ্যে লাঞ্চ থেকে চা বিরতির মাঝেই তুলেছেন ১২৬ রান, ভারতের হয়ে দ্বিতীয় সেশনে ব্যক্তিগত রানের নতুন রেকর্ড এটি। আগে যেটি ছিল পলি উমরিগড়ের ১১০; ১৯৬২ সালে, পোর্ট অব স্পেনে। দুরন্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পুজারা। ১৪৪ রানে অপরাজিত স্টাইলিশ এই ব্যাটসম্যান। ৩৯ রান নিয়ে তার সঙ্গে আছেন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে নতুন ‘কাপ্তান-কোচ’ জুটি ‘কোহলি-রবি শাস্ত্রীর’ ভারত। টস জিতে ব্যাটিং নেয়া ভারতের হয়ে ধাওয়ান প্রথম সেশনে করেন ৬৪ রান। দ্বিতীয় সেশনে প্রায় দ্বিগুণ। ৩১ রানে অবশ্য সিøপে ক্যাচ দিয়েও বেঁচে যান। তাতে দমে না নিয়ে খেলে গেছেন শট। লাঞ্চের সময় রান ছিল ৭৮ বলে ৬৪। লাঞ্চ আর চা-বিরতির মাঝের সেশনে ৯০ বলে করলেন ১২৬। ছাড়িয়ে গেছেন পলি উমরিগড়কে। গলে প্রথমদিনে ঝড়োব্যাটিংয়ে ধাওয়ান নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। টেস্টের দ্বিতীয় সেশনে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান এখন এই উদ্বোধনী ব্যাটসম্যানেরই। ১৯৬২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭২ রানের অপরাজিত ইনিংসটির পথে এক সেশনে উমরিগড় করেছিলেন ১১০ রান। দ্বিতীয় সেশনে ভারতের হয়ে সেটিই এতদিন ছিল ব্যক্তিগত সর্বোচ্চ। ৫৫ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দিলেন ধাওয়ান। সবদেশ মিলিয়েও দ্বিতীয় সেশনে ধাওয়ানের চেয়ে বেশি রান করেছেন কেবল আর তিন জন। ১৯৬৫ সালে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ২৭৮ রানের ইনিংসের পথে ইংল্যান্ডের ডেনিস কম্পটন করেছিলেন ১৭৩ রান। ১৯৩৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩৬ রানের বিখ্যাত সেই ইনিংসে ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড ১৫০। ধাওয়ান অল্পের জন্য ছুঁতে পারেননি স্ট্যান ম্যাককেবকে। ১৯৩৮ এ্যাশেজের ট্রেন্ট ব্রিজ টেস্টে এই অস্ট্রেলিয়ান গ্রেট ২৩২ রানের অসাধারণ ইনিংসের পথে দ্বিতীয় সেশনেই করেছিলেন ১২৭ রান। ১৬৮ বলে ৩১ চারে সাজানো ১৯০ রানের দুরন্ত ইনিংস উপহার দেয়া ধাওয়ান আউট হয়েছেন চা-বিরতির তিন মিনিট আগে। রেকর্ড গড়েছেন, টেস্টে নিজের সর্বোচ্চ রানও করেছেন। কিন্তু ফসকে গেছে প্রথম ডাবল সেঞ্চুরি। এক সেশনে সেঞ্চুরি এই নিয়ে ক্যারিয়ারে দু’বার করলেন ধাওয়ান। অভিষেক টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া ইনিংসটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এক সেশনে করেছিলেন ১০৬ রান। মোহালিতে সেটিও ছিল দ্বিতীয় সেশন। অধিনায়ক বিরাট কোহলি মাত্র ৩ রান করে আউট হলেও তার অভাবটা বুঝতে দেননি ধাওয়ান-পুজারা। ২৪৭ বলে ১২ চারের সাহায্যে ১৪৪ রানে অপরাজিত পুজারা। লঙ্কার হয়ে তিনটি উইকেটই নিয়েছেন পেসার নুয়ান প্রদীপ। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৩৯৯/৩ (৯০ ওভার; ধাওয়ান ১৯০, মুকুন্দ ১২, পুজারা ১৪৪*, কোহলি ৩, রাহানে ৩৯*; প্রদীপ ৩/৬৪, হেরাথ ০/৯২)। ** প্রথমদিন শেষে
×