ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

বৃৃষ্টির কারণে স্থগিত ফাইনাল ম্যাচ

প্রকাশিত: ০৫:৫২, ২৭ জুলাই ২০১৭

বৃৃষ্টির কারণে স্থগিত ফাইনাল ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফারইস্ট ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটির মধ্যকার ওয়ালটন আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (ফারাজ চ্যালেঞ্জ কাপ) ফাইনাল ম্যাচটি টানা বর্ষণের কারণে স্থগিত করা হয়েছে। কয়েকদিন টানা বৃষ্টির কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ফাইনাল ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। পরে ফাইনাল ম্যাচের তারিখ সবাইকে জানিয়ে দেয়া হবে। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শেখ মোঃ আসলাম এ প্রসঙ্গে বলেন, ‘এভাবে টানা এত বৃষ্টি হবে আমরা কেউই ভাবতে পারিনি। যেহেতু আমরা ফাইনাল ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে করতে চেয়েছি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে মাঠে খেলা চালানো সম্ভব নয়। এ জন্য আমরা ফাইনাল ম্যাচটি আপাতত স্থগিত করলাম। এ জন্য আমরা সবার কাছে আন্তরিক দুঃখিত। পরিস্থিতি স্বাভাবিক হলে ফাইনাল ম্যাচের পরবর্তী তারিখ আমরা সবাইকে জানিয়ে দেব।’ প্রতিভার সন্ধানে স্কুল ভলিবল লীগ স্পোর্টস রিপোর্টার ॥ তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে স্কুল ভলিবল লীগ চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এ ছাড়াও জাতীয় দলকে খেলার মধ্যে রাখতে বিভিন্ন আন্তর্জাতিক দললের সঙ্গে সিরিজ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। গত বছর ডিসেম্বরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় করে ব্যাপক সাড়া ফেলে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। এ সাফল্যের পর খেলাটিকে আরও জনপ্রিয় করতে নানা উদ্যোগ নেয়ার ঘোষণা দেন ভলিবল ফেডারেশনের কর্তারা। তারই ধারাবাহিকতায় সারাদেশ থেকে বাছাই করা সার্ভিসেস, বিশ্ববিদ্যালয় এবং জেলা দলগুলো নিয়ে ঢাকায় শুরু হয়েছে জাতীয় ভলিবল লীগের চূড়ান্ত পর্ব। তবে এ কর্মকা-ের ধারাবাহিকতা ধরে রেখে নতুন খেলোয়াড় খুঁজে বের করতে চায় ভলিবল ফেডারেশন। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, নতুন খেলোয়াড় খুঁজে বের করতে তাদের স্কুল পর্যায়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য তৃণমূল পর্যায়েও যেতে হবে বলে মনে করেন তিনি। প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে ভলিবল ফেডারেশন জাতীয় স্কুল ভলিবল প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। শুধু নতুন প্রতিভার খোঁজে নয়, জাতীয় দলকেও নিয়মিত খেলার মধ্যে রাখার পরিকল্পনার কথাও জানান মিকু, ‘অনুশীলনের অংশ হিসেবে খেলোয়াড়দের নেপালে পাঠানো হবে। এরপর তাদের দক্ষ খেলোয়ার হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হবে আন্তর্জাতিক প্রতিযোগিতার।’ এছাড়া ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজনের পরিকল্পনা নিয়ে এশিয়ান ভলিবল ফেডারেশনের সঙ্গেও তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক।
×