ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীন সফরের জন্য হকি দল ঘোষণা শনিবার

প্রকাশিত: ০৫:৫২, ২৭ জুলাই ২০১৭

চীন সফরের জন্য হকি দল ঘোষণা শনিবার

স্পোর্টস রিপোর্টার ॥ চীনে কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ কাজে লাগিয়ে ভুল শুধরাতে চান হকি খেলোয়াড়রা। ১৬ দিনের ক্যাম্প খেলোয়াড়দের মাঝে বোঝাপড়া বাড়াবে বলে বিশ্বাস জিমি-অসীমদের। কোচ মাহবুব হারুন বলেছেন কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে চেষ্টা করবেন খেলোয়াড়দের স্কিল নিয়ে কাজ করতে। হকি ওয়ার্ল্ড রাউন্ড টু’র ব্যর্থতার পেছনে বড় কারণ হিসেবে দেখানো হয়েছিল প্রস্তুতি ম্যাচের অভাবকে। এশিয়া কাপের আগে সে ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। চীন সফর নিশ্চিত হওয়ায় স্বস্তিতে জিমিরা। কন্ডিশনিং ক্যাম্প আর চীন সফরে আট প্রস্তুতি ম্যাচের সুযোগ পুরো কাজে লাগাতে চান মাহবুব হারুনের শিষ্যরা। রাতারাতি আমূল কোন পরিবর্তন নয়, প্রাথমিক লক্ষ্য নিজেদের ভুলের পরিমাণ কমিয়ে আনা। এশিয়া কাপের আগে ফ্লাডলাইটে প্র্যাকটিস ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের। চীন সফরে সে আশা পূরণের প্রত্যাশা থাকলেও চূড়ান্ত সফরসূচী হতাশ করছে দলকে। অনুশীলন কিংবা ম্যাচ, কোনটাই ফ্লাডলাইটের আলোতে হবে না। অনুশীলন ম্যাচ খেলা হবে, তারপরও চীন সফর পুরোপুরি প্রত্যাশা মেটাতে পারছে না হকি দলের। কেননা ফ্লাডলাইট সমস্যা। এশিয়া কাপের ম্যাচ হবে কৃত্রিম আলোয়। অথচ চীনে ম্যাচ বা প্র্যাকটিস সবই হবে দিনের আলোয়। খেলোয়াড়রা জানে সে সুযোগটা মিললে এশিয়া কাপের প্রস্তুতির জন্য ভাল হতো। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টের আগেদিনের আলোয় অনুশীলন করে ফ্লাডলাইটে খেলতে হয়েছে বাংলাদেশকে। তাই এটা মেনে নেয়া ছাড়া কিছু করার নেই খেলোয়াড়দের।
×