ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিপিএল টি২০

মিরাজ যাচ্ছেন আজ, সাকিব যাবেন পরে

প্রকাশিত: ০৫:৫১, ২৭ জুলাই ২০১৭

মিরাজ যাচ্ছেন আজ, সাকিব যাবেন পরে

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল-টি২০) খেলতে আজ বাংলাদেশ ছাড়বেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজের পর ২৯ জুলাই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার কথা রয়েছে। মিরাজ এবার প্রথমবারের মতো দেশের বাইরে কোন ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার সুযোগ পেয়েছেন। প্রথমবারের মতো সিপিএলে খেলবেন। মিরাজ খেলবেন বলিউডের ‘বাদশা’ খ্যাত শাহরুখ খানের মালিকানাধীন দল ত্রিনবাগো নাইট রাইডার্সে। সিপিএল শুরু হবে ৪ আগস্ট। প্রথমদিনেই মিরাজের দলের খেলা রয়েছে। সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে লড়াই করবে মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। মিরাজের যাওয়া নিশ্চিত হয়ে গেছে। সব নিয়ম-কানুন, আইনী কাজও শেষ। এখন শুধু দেশ ছেড়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার অপেক্ষা রয়েছে। নো অবজেকশন সার্টিফিকেটও (এনওসি) পেয়ে গেছেন মিরাজ। অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার ব্রড হগের বদলে বাংলাদেশী এই অফস্পিনার অলরাউন্ডারকে দলে টেনেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। যেদিন লীগের পর্দা উঠবে সেদিনই মিরাজের দল খেলবে। তবে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনে হোম সিরিজ রয়েছে। সিরিজের জন্য একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। সেই প্রস্তুতি ম্যাচে মিরাজকেও থাকতে হবে। তাই ১৫ আগস্টের মধ্যে মিরাজকে দেশে ফেরত আসতে হবে। আর তাই প্রথম পাঁচ থেকে ছয়টি ম্যাচ খেলতে পারবেন মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্স সর্বোচ্চ ১৪ আগস্ট পর্যন্ত মিরাজকে পাবে। বাংলাদেশ থেকে সাকিব ও তামিম ইকবালের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে মিরাজ সিপিএলে খেলার সুযোগ পেয়েছেন। এ নিয়ে মিরাজ বলেছেন, ‘এই সুযোগ পেয়ে আমি খুব খুশি। টুর্নামেন্টে আমি সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারব। এটি আমার খেলার স্ট্যান্ডার্ডকে আরও উন্নত করবে।’ ত্রিনবাগো নাইট রাইডার্সে মিরাজের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো ভাইদ্বয় ডোয়াইন ব্রাভো ও ড্যারেন ব্রাভো, কেভন কুপার, সুনীল নারিনে, দিনেশ রামদিন, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম, হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকার কলিন মুনরো, পাকিস্তানের সাড়া জাগানো লেগ স্পিনার সাদাব খান ও হামজা তারিকরা। দুর্দান্ত দলই গড়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে খেলেছিলেন তামিম ইকবাল। আর সাকিব আল হাসান এখন পর্যন্ত সিপিএলে দুইটি আসরে খেলেছেন। মিরাজ এবার খেলবেন। মিরাজ আগেই বলেছিলেন, ‘প্রথম ম্যাচটা মিস করব। ১ আগস্টের ম্যাচটি খেলব। সবমিলিয়ে বড়জোর গোটা ছয়েক ম্যাচ পাব।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘প্র্যাকটিস (অস্ট্রেলিয়া সফরের) ম্যাচ আছে। তাই (আগস্টের) ১৫ তারিখ আমাকে ঢাকায় থাকতে বলা হয়েছে।’ সিপিএল শুরু হওয়ার কথা ছিল ১ আগস্ট। কিন্তু এখন শুরু হচ্ছে ৪ আগস্ট। তাই মিরাজের শুরু থেকে কোন ম্যাচই হাতছাড়া হচ্ছে না। ৯ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ হবে। এরআগে ৩ সেপ্টেম্বর লীগপর্ব শেষ হবে। লীগপর্বে ত্রিনবাগো নাইট রাইডার্সের খেলা শেষ হবে ২ সেপ্টেম্বর। ৫ সেপ্টেম্বর প্লে-অফ ম্যাচ হবে। ৬ ও ৭ সেপ্টেম্বর দুটি এলিমিনেটর ম্যাচ হবে। যদি ত্রিনবাগো ফাইনালে ওঠে তাহলেও ১৪ আগস্টের পর আর এবার ক্যারিবিয়ার দ্বীপপুঞ্জে সিপিএল খেলার উদ্দেশে পা রাখা হবে না মিরাজের। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ৮ সেপ্টেম্বর। মিরাজের মতোই অবস্থা সাকিবেরও। পুরো লীগ খেলতে পারবেন না। তবে মিরাজের চেয়েও কম ম্যাচ খেলতে পারবেন সাকিব। ২৯ জুলাই যাওয়ার কথা। ১ আগস্টও যেতে পারেন সাকিব। সাকিব এবার খেলবেন জ্যামাইকা তালাওয়াহস দলে। দলটির প্রথম খেলা ৫ আগস্ট, বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে। সাকিবেরও ১৫ আগস্টে যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে সর্বোচ্চ ৩টি ম্যাচ খেলতে পারবেন। ১৪ আগস্ট পর্যন্ত সাকিবের দলের তিনটি ম্যাচই রয়েছে। সাকিব এ নিয়ে তৃতীয়বারের মতো সিপিএলে খেলবেন। গতবারও তিনি একই দলের হয়ে খেলেছিলেন। গতবার সাকিবের দল চ্যাম্পিয়নও হয়েছিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) এবার পঞ্চম আসর অনুষ্ঠিত হবে। গত আসরে ১৩ ম্যাচের মধ্যে ১১ ম্যাচে বোলিং করার সুযোগ পেয়ে ১২ উইকেট নিয়েছিলেন সাকিব। ব্যাট হাতে ১৩ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে ২২.৮৫ গড়ে ১৬০ রান করেছিলেন। এবারও সাকিবকে জ্যামাইকা দলটি ধরে রেখেছে। এই দলে সাকিব ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স, শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, পাকিস্তানের ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সামিরা রয়েছেন। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত বিদেশে টি২০ লীগে খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক। এবার মিরাজও যোগ হচ্ছেন। আর সাকিব তো বিশ্বে যে কোন দেশেই টি২০ ফ্র্যাঞ্চাইজি লীগ হোক তিনি থাকবেনই। এবারও সিপিএলে আছেন। মিরাজ সিপিএল খেলতে যাবেন আগে। সাকিব যাবেন দুই একদিন পরে।
×