ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রেস্টস্ট্রোকে নতুন রানী লিলি

প্রকাশিত: ০৫:৫০, ২৭ জুলাই ২০১৭

ব্রেস্টস্ট্রোকে নতুন রানী লিলি

স্পোর্টস রিপোর্টার ॥ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চলমান বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে একের পর এক বিশ্বরেকর্ড গড়ছেন সাঁতারুরা। মঙ্গলবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন মার্কিন যুক্তরাষ্ট্রের লিলি কিং। এদিন মাত্র ১ মিনিট ০৪.০৩ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। সেইসঙ্গে ছাড়িয়ে যান ২০১৩ সালে গড়া রুটা মিলুটাইটের বিশ্বরেকর্ডকে। রিও অলিম্পিকেরও চ্যাম্পিয়ন লিলি কিং। এবার বুদাপেস্টেও নিজের জাত চেনালেন তিনি। অসামান্য এই কীর্তি গড়ে দারুণ রোমাঞ্চিত লিলি। প্রতিযোগিতা শেষে ২০ বছর বয়সী এই সাঁতারু বলেন, ‘বিশ্ব যেভাবে তার গতি বাড়াচ্ছে এটা সত্যিই বিস্ময়কর! এটাই আমার প্রথম বিশ্বরেকর্ড। আমি সত্যিই রোমাঞ্চিত। পরবর্তীতে কি হয় তা নিয়েও এখন আমি অনেকটাই উত্তেজিত।’ ব্রেস্টস্ট্রোকে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক জিতেছেন লিলি কিংয়ের সতীর্থ কেটি মিলি। প্রতিযোগিতা শেষে তিনি বলেন, ‘যেমনটা আমি চেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে। বলতেই হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে। আমার কাছে সবকিছুই অসাধারণ লাগছে।’ লিলি কিংয়ের বিশ্বরেকর্ডের দিনে নতুন ইতিহাস গড়েছেন কেটি লিডেকি। এদিন ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জেতেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রমীলা সাঁতারু। সেইসঙ্গে ছাড়িয়ে যান স্বদেশী মিসি ফ্র্যাঙ্কলিনের রেকর্ডকে। এর আগে ১১টি স্বর্ণপদক জিতে সবার ওপরে ছিলেন ফ্র্যাঙ্কলিন। এবার ফ্র্যাঙ্কলিনকে ছাড়িয়ে বিশ্ব সাঁতারে ১২টি স্বর্ণপদক জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন এই আমেরিকান। ১৯.০৭ সেকেন্ড সময় নিয়ে ১৫০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে স্বর্ণপদক জেতেন লিডেকি। এর ফলে বর্তমানে বিশ্বচ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি স্বর্ণপদক জেতা সাঁতারু লিডেকি। তবে কাজটা যে মোটেই সহজ ছিল না প্রতিযোগিতা শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে সেটাও জানালেন তিনি। এ বিষয়ে লিডেকি বলেন, ‘আজ রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতলেও বছরের বাকি ৬৪ দিন খুবই কষ্টের। কেননা তারজন্য অনুশীলনে প্রতিটিদিনই পরিশ্রম করতে হয়। যেন আমি নিজেকে আরও একধাপ এগিয়ে নিতে পারি।’ এই ইভেন্টে রৌপ্য জিতেছেন স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী মাইরিয়া বেলমন্তে। লিডেকিকে তিনি ভিন্ন গ্রহের এ্যাথলেট বলেও মন্তব্য করেছেন। আমেরিকান সাঁতারুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বেলমন্তে স্বর্ণনয় বরং রৌপ্য জয়েরই প্রত্যাশা করেছিলেন। শেষ পর্যন্ত সেটাই করতে পেরেছেন তিনি। তাই নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন বেলমন্তে। তিনি বলেন, ‘কেটি লিডেকি অন্য গ্রহের সাঁতারু। তাই এখানে রৌপ্য জেতাটাই ছিল আমার প্রধান লক্ষ্য। আমার জন্য এটাই অনেক বড় পুরস্কার।’ এদিকে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন চীনের সুপারস্টার সান ইয়াংও। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণপদক জেতেন তিনি। এজন্য সান ইয়াং সময় নেন ১ মিনিট ৪৪.৩৯ সেকেন্ড। এই ইভেন্টে রৌপ্য জেতেন মার্কিন যুক্তরাষ্ট্রের টাউনলি হাস। তিনি সান ইয়াংয়ের ০.৬৫ সেকেন্ড পেছনে থেকে প্রতিযোগিতা শেষ করেন। ০.৮৪ সেকেন্ড পেছনে থেকে প্রতিযোগিতা শেষ করে ব্রোঞ্জ জেতেন রাশিয়ান সাঁতারু আলেকসান্দ্র ক্রাসনিখ। রবিবার বিশ্বচ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার ফ্রি-স্টাইলে প্রথম স্বর্ণপদক জেতেন সান। মঙ্গলবার ছিল এই টুর্নামেন্টের দ্বিতীয় স্বর্ণপদক জয়ের দিন। দ্বিতীয় স্বর্ণ জয়ের পর সান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘পুরো মনোযোগ ছিল আমার। সেইসঙ্গে কোচ যে ধরনের দিক-নির্দেশনা দিয়েছেন তা অক্ষরে অক্ষরেই পালন করার চেষ্টা করেছি।’ বুদাপেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপে বুধবারেও দাপট অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা। এদিন ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলের হিটেই বিশ্বরেকর্ড গড়েন তারা। এই ইভেন্টে এদিন ফিনিশিং লাইন স্পর্শ করতে আমেরিকার রায়ান মারফি, কেভিন কোর্দেস, কেলসেই ওরেল এবং মালোরি সময় নেন মাত্র ৩ মিনিট ৪০.২৮ সেকেন্ড। সেইসঙ্গে ছাড়িয়ে যান দুই বছর আগের রেকর্ডকে। কাজানে সেবার ৩ মিনিট ৪১.৭১ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল গ্রেট ব্রিটেনের মেয়েরা।
×