ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোদের তাপে ডিম ভাজা

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ জুলাই ২০১৭

রোদের তাপে ডিম ভাজা

সংযুক্ত আরব আমিরাতে কয়েক দিন ধরে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। গরমে নাভিশ্বাস উঠেছে প্রাণিকুলে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে সড়কে ফ্রাই প্যানে ডিম পর্যন্ত ভাজা যাচ্ছে। বাস্তবেই এমনটি করে দেখিয়েছে দুবাইভিত্তিক চ্যানেল ‘ফাতাফিট’। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে চ্যানেলটি। ওই ভিডিওতে দেখা যায়, তপ্ত রাস্তার ওপর একটি ডিম ভাজছেন এক ব্যক্তি। তার গায়ে বাবুর্চির মতো পোশাক পরা। ভিডিওর শুরুতে তিনি বলছেন, ‘আজ এখানকার তাপমাত্রা ৫০ ডিগ্রীর মতো। এই তাপে ডিম ভাজা যায়। ওই বক্তব্যের পর ওই ব্যক্তি ফ্রাইপ্যানে তেল ঢালেন। এর পর একটি ডিম ভেঙ্গে তাতে দেন। পরে ১০ মিনিটের মতো নাড়াচাড়া করার পর ডিমটি ভাজা হয়ে যায়। তীব্র রোদে ডিম ভাজার এই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। প্রকাশিত হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় এটি দেখা হয়েছে ৩০ হাজার বারের বেশি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ইউএইতে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের বেশি। মঙ্গলবার দেশটির মুখারিজ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।-দুবাই পোস্ট অবলম্বনে
×