ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপের সঙ্গে সেলফি, অতঃপর...

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ জুলাই ২০১৭

সাপের সঙ্গে সেলফি, অতঃপর...

গলায় বিষধর সাপ ঝুলিয়ে সেলফি তোলার ইচ্ছা তার দীর্ঘ দিনের। আর সময় মতো সেই ইচ্ছা পূরণের সুযোগটা হাতে পেলেন সাতাশ বছরের যুবক বিকাশ সিংহ। বাবাকে সাহায্য করতে দোকানে গিয়েছিলেন বিকাশ। মন্দিরের সামনে সাপের খেলা দেখাচ্ছিলেন এক সাপুড়ে। এ সময় গলায় গোখরা সাপ জড়িয়ে সেলফি তোলার ইচ্ছা হয় বিকাশের। ভেবেছিলেন, তার মুখের পাশে ফণা তুলে থাকবে সাপটি। ঠিক তেমনভাবেই তুলবেন সেলফি। তবে, সাপুড়ে সাপ দিতে রাজি ছিলেন না। বিকাশও নাছোড়বান্দা। শেষে ঝুলি থেকে একটি গোখরা বের করে দেন সাপুড়ে। দুর্গামন্দিরের সামনে গলায় সাপ জড়ান বিকাশ। কিন্তু ছবি তোলার সময়ই হঠাৎ গোখরাটি তার হাতে ছোবল মারে। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিকাশ। বেহুঁশ হয়ে যান। ভিড় জমে যায়। আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে বিকাশকে হাসপাতালে নিয়ে যান। দ্রুত হাসপাতালে নেয়ায় প্রাণে বাঁচেন বিকাশ।- আনন্দবাজার পত্রিকা অবলম্বনে
×