ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুন্দ্রাটিকি গ্রামে আলোচিত স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী হত্যা মামলার রায়

হবিগঞ্জে চার শিশু হত্যা ॥ প্রধান আসামি খালাস, তিনজনের ফাঁসি

প্রকাশিত: ০৫:৪১, ২৭ জুলাই ২০১৭

হবিগঞ্জে চার শিশু হত্যা ॥ প্রধান আসামি খালাস, তিনজনের ফাঁসি

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ থেকে ॥ জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আলোচিত চার কোমলমতি শিক্ষার্থী হত্যা মামলার রায়ে পলাতক আসামি উস্তার মিয়াসহ ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া দ-প্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট মামলার অভিযুক্ত আসামি সায়েদ মিয়া (৩২) ও জুয়েল মিয়াকে ৭ বছর করে কারাদ- এবং প্রতিজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। আর মামলার অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছে সংশ্লিষ্ট মামলার প্রধান আসামি পঞ্চায়েত সর্দার আব্দুল আলী বাঘাল (৬০) এবং বাবুল মিয়া (৪৫) ও বিল্লাল মিয়া (৩৫)। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে জনাকীর্ণ আদালতে বহু প্রতিক্ষিত এই মামলার রায় ঘোষণা করেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল আহসান। রায়ে ফাঁসির দ-প্রাপ্তরা হলো সুন্দ্রাটিকি গ্রামের হাবিবুর রহমান আরজু (৪০), উস্তার মিয়া (৪৮) ও রুবেল মিয়া (২০)। এদিকে, রায়ের পর সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি এ্যাডভোকেট অশোক কুমার কর সাংবাদিকদের বলেন, এ রায়ে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। ফলে এ রায়ের বিপক্ষে আমরা উচ্চ আদালতে আপীল করব। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি হবিগঞ্জের উপজেলা বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট গ্রামের নামকরণে প্রতিষ্ঠিত প্রাথমিক স্কুল এবং মাদ্রাসার ছাত্র যথাক্রমে ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) ও আব্দুল কাদিরের পুত্র ঈসমাইল হোসেনকে (১০) খেলার মাঠ থেকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করে এবং সংশ্লিষ্ট গ্রামের সন্নিকটে ঈসাবিল নামক স্থানের একটি বালুর স্তূপে পুঁতে রাখে। এদিকে খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে ১৭ ফেব্রুয়ারি এই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে।পরে এ ঘটনায় আবদাল মিয়া প্রথমে ওই চার শিশু নিখোঁজ উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি এবং পরবর্তীতে একই ব্যক্তি বাদী হয়ে মামলা করলে পুলিশ ও র‌্যাব-৯ পৃথকভাবে শুরু করে জোর তদন্ত এবং ধারাবাহিক আসামি গ্রেফতার। এরই প্রেক্ষিতে পুলিশ আব্দুল আলী বাঘালসহ উক্ত আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে আদালতে।
×