ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত ১০ মাসের শিশু ইব্রাহীম

প্রকাশিত: ০৫:৩৯, ২৭ জুলাই ২০১৭

সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত ১০ মাসের  শিশু ইব্রাহীম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মুক্তামণির পর সাতক্ষীরায় এবার বিরল রোগে আক্রান্ত হয়েছে ১০ মাস বয়সের শিশু শেখ ইব্রাহীম। ইব্রাহিমের গলায় ও উরুর গোড়ায় বড় আকারের মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রায় ৩ মাস পূর্বে প্রথমে তার গলায় ছোট আকারে একটি ক্ষতের চিহ্ন দেখা দেয়। এই ক্ষত ধীরে ধীরে গলার চারিদিকে ছড়িয়ে পড়ছে। পরে এটি তার উরুতেও ছড়িয়ে পড়ে। ৭ মাস বয়স থেকে শিশু ইব্রাহীম এ রোগে আক্রান্ত হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। শিশু ইব্রাহিম সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের শেখ জয়নাল আবেদীনের ছেলে। শিশুটির পিতা একজন ফল বিক্রেতা। এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪৫ লাখ টাকা। যা একজন হতদরিদ্র ফল বিক্রেতার পক্ষে বহন করা সম্ভব নয় । তিনি তার শিশুটির সুচিকিৎসায় সরকারের উচ্চ মহলসহ দেশের বিত্তবানদের নিকট মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা শিশুটির মা হাসিনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, সাতক্ষীরা শাখা হিসাব নং ২১৬৮৫, বিকাশ নং—০১৭১৬৫৭০১৭৭।
×