ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অভিনন্দনের জবাবে শেখ হাসিনাকে ফ্রান্সের প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ জুলাই ২০১৭

অভিনন্দনের জবাবে শেখ হাসিনাকে ফ্রান্সের প্রধানমন্ত্রীর চিঠি

বিডিনিউজ ॥ জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এ আগ্রহের কথা জানান তিনি। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করে এদুয়ার্দো ফিলিপের ওই চিঠি পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি আবের। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, ‘টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী।’ প্রেস সচিব জানান, নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়েছিলেন। তারই জবাবে ফ্রান্সের প্রধানমন্ত্রী এই চিঠি দিয়েছেন। রাষ্ট্রদূতের মাধ্যমে শেখ হাসিনা ফ্রান্স সরকারের তরুণ ও গতিশীল নেতৃত্বকে স্বাগত জানান বলেও জানান ইহসানুল করিম। ইমানুয়েল ম্যাক্রোঁ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এদুয়ার্দো ফিলিপকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। গত ১৫ মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেন ফিলিপ। ফ্রান্সের রাষ্ট্রদূত সাক্ষাতে বাংলাদেশে নাগরিকদের জন্য স্মার্ট আইডি কার্ড প্রকল্পের সর্বশেষ হালনাগাদ তথ্য ও অগ্রগতি বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেন। স্মার্ট কার্ডের বিষয়ে বাংলদেশ নির্বাচন কমিশন এবং ফ্রান্সের একটি কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে। প্রকল্পটি দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর সহযোগিতাও চান রাষ্ট্রদূত। নির্বাচনের কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ ফ্রান্সের কোম্পানিটি উন্নতমানের স্মার্ট কার্ড সরবরাহ করবে এবং নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের অগ্রগতির বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেন ফ্রান্সের রাষ্ট্রদূত।
×