ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ জুলাই ২০১৭

মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রূপনগর বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম পাশের মাঠে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় দুই ছিনতাইকারী নিহত হয়েছে। ছিনতাইকারীরা নিজেদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, দুটি পিস্তল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে গুরুতর আহত হলে পল্লবী থানা পুলিশ তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৪০ বছর ও অপর ব্যক্তির ৪৫ বছর হবে। তাদের পরনে চেক শার্ট ও লুঙ্গি ছিল। ডিবি পশ্চিম জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন জানান, রূপনগর বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীরা ছিতাইয়ের প্রস্তুতি নিচ্ছেÑ এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পরে পুলিশ পাল্টা গুলি চালায়। ছিনতাইকারীর ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে দুই ছিনতাইকারী আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীরা মোট ৪ জন ছিল। দুইজন পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, মিরপুর বেড়িবাঁধ সড়কে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ডাকাতদের ধরতে সেখানে অভিযান চালানো হয়। নিহত দুজন ছিনতাইকারী চক্রের সদস্য। এএসপি মিজানুর রহমান তালুকদারকে হত্যার ঘটনায় এ দুজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। গত মাসে ঐ এলাকায় ওই পুিলশ কর্মকর্তাকে খুন করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদের কাছ থেকে এএসপি মিজান হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ।
×