ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৫:০৪, ২৭ জুলাই ২০১৭

টুকরো খবর

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৬ জুলাই ॥ বুধবার সকালে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বটতলা এলাকায় দুটি তুলার গোডাউনে অগ্নিকা-ের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা- ঘটে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। ঝুট ব্যবসায়ী মালিকরা জানান, অগ্নিকা-ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ মুকবুল হোসেন ও কানন মিয়ার তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনে রক্ষিত তুলাসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের বৈদ্যুতিক ট্রান্সমিটারটিও বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশের দোকানপাট ও বাসাবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৮ শ্যালো ও দুই বোমামেশিন ধ্বংস স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জাফলংয়ে টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ৮ শ্যালো ও দুটি বোমামেশিন ধ্বংস করেছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিনের নেতৃত্বে পিয়াইন নদীর জাফলং চা বাগান সংলগ্ন এলাকা ও নয়াবস্তি এবং কান্দুবস্তি গ্রামে অভিযান চালিয়ে মেশিনগুলোতে অগ্নিসংযোগ করে হ্যামার দিয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন, সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন কবিরসহ পুলিশ ও বিজিবির অর্ধশতাধিক সদস্য। দুই অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে দুটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি। মঙ্গলবার রাতে সাবরাং কাটাবনিয়া কবরস্থান এলাকায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। টেকনাফ বিজিবির ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, কিছু দুষ্কৃতকারী, সন্ত্রাসী ঐ এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করবে মর্মে সংবাদে নাজিরপাড়া বিওপির জওয়ানরা সেখানে অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তিকে একটি ব্যাগ হাতে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। এ সময় তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। নিখোঁজ জেলের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নাফ নদীর জাদিমুরা বরাবর মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া জেলে নুর আলমের (৩৫) লাশ তিনদিনের মাথায় উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। সে জাদিমুরা এলাকার নুর মোহাম্মদের পুত্র। বুধবার দুপুরে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে। উল্লেখ্য, সোমবার সকালে হ্নীলা দক্ষিণ জাদিমোরাস্থ নাফ নদীতে মোস্তাক আহমদের পুত্র লোকমান হাকিম ও উদ্ধার হওয়া জেলে নুর আলম মাছ শিকারে যায়। মাছ শিকাররত অবস্থায় ঝড়োহাওয়ার কবলে পড়ে জইল্যারদ্বীপ সংলগ্ন নাফ নদীতে ডুবে যায় নৌকাটি। লোকমান হাকিমকে ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার করা হলেও নুরুল আলম নিখোঁজ ছিল। জাল টাকাসহ দম্পতি আটক নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৬ জুলাই ॥ সীতাকু-ে জাল টাকাসহ দম্পতিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া বাবুনগর এলাকায় জাহেদের ভাড়া ঘর থেকে তাদের আটক করে পুলিশ। আটকরা হলো ছোট কুমিরা মসজিদ্দা চৌধুরীবাড়ির আফছারের পুত্র স্বামী ফরহাদ হোসেন ও স্ত্রী মনি আক্তার বৃষ্টি। জানা যায়, উপজেলার ছোট কুমিরা চৌধুরীবাড়ির বাসিন্দা বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ভাড়া ঘরে বসবাস করে আসছিল। আটক স্বামীর কাছ থেকে ২৭ হাজার ও স্ত্রীর কাছ থেকে ১৮ হাজার মোট ৪৫ হাজার জাল টাকা উদ্ধার করে পুলিশ। আটক দম্পতি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল। আটক আসামিদের মামলা পরবর্তী গ্রেফতার দেখিয়ে বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নজরুল ইসলাম শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত নিজস্ব সংবাদদাতা,কচুয়া,চাঁদপুর,২৬ জুলাই ॥ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার জন্য একেএম নজরুল ইসলাম কচুয়া উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে বাছাই কমিটি এ ঘোষণা প্রদান করে। তিনি উপজেলার চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা একেএম নজরুল ইসলাম উপজেলার কড়ইয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের অধিবাসী ।
×