ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সীমান্তে কেউ হত্যার শিকার হলে করিডর বন্ধ করে দিব ॥ বিজিবি ডিজি

প্রকাশিত: ০৪:৫৮, ২৭ জুলাই ২০১৭

সীমান্তে কেউ হত্যার শিকার হলে করিডর বন্ধ করে দিব ॥ বিজিবি ডিজি

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সদর উপজেলার বাখেরআলী সীমান্তে ‘সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শুরু হওয়া এ মতবিনিময় সভার আয়োজন করে বিজিবির ৫৯ ব্যাটালিয়ন। মতবিনিময় সভায় প্রধান অতিথি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, সামনে নির্বাচন, এ সময় সন্ত্রাসীরা প্রস্তুতি নেয়। এটা অস্ত্র আসার মৌসুম। গরুর সঙ্গে অস্ত্র চোরাচালান হয়। আমাদেরও প্রস্তুত থাকতে হবে। শূন্যরেখা থেকে গরু নিয়ে আসে। রাখালদের করিডরের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। সীমান্তে কেউ হত্যার শিকার হলে করিডর বন্ধ করে দিব। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এছাড়াও বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ আলৃী, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×