ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:৫৬, ২৭ জুলাই ২০১৭

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৬ জুলাই ॥ কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। নিহতরা হলো কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের নুর উদ্দিনের ছেলে সোবহান আলী (৩৮) ও মেহেরপুরের গাংনী উপজেলার মনোহরদিয়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে হাসানুজ্জামান লালন (৩৬)। মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি ও ভেড়ামারা উপজেলার দশ মাইলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। নিহতদের বিরুদ্ধে আন্তঃজেলা ডাকাতিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে। কুষ্টিয়া পুলিশ জানায়, তাদের হাতে আটককৃত ডাকাত সোবহান আলীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি গোরস্থানপাড়ায় গেলে সহযোগী ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে সোবহান ঘটনাস্থলেই নিহত হয়। পরে সেখান থেকে একটি পিস্তল, একটি শাটারগান ও কুড়াল উদ্ধার করা হয়। অপরদিকে ওই রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ভেড়ামারা উপজেলাধীন দশ মাইল এলাকায় ডাকাতিকালে ভেড়ামারা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের বন্দুকযুদ্ধে হাসানুজ্জামান লালন নামের এক ডাকাত নিহত হয়। সেখান থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি ও দুটা ধারালো রামদা উদ্ধার করা হয়।
×