ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন নেশার ট্যাবলেট ওমরফোন

প্রকাশিত: ০৪:৫৩, ২৭ জুলাই ২০১৭

নতুন নেশার ট্যাবলেট ওমরফোন

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৬ জুলাই ॥ সম্প্রতি মাদক নির্মূলে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি এবং ফেনসিডিল ও ইয়াবার মূল্য বৃদ্ধি পাওয়ায় জিসকা কোম্পানির ওমরফোনের দিকে ঝুঁকে পড়েছে স্কুল কলেজ ছাত্রসহ অনেকেই। ওমরফোন ট্যাবলেট নারকোটিক্স জাতীয় বেদনা নাশক হিসেবে ব্যবহৃত হয়। এই ট্যাবলেটটি রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রয় সম্পূর্ণ নিষেধ। এই ওষুধের মূল উপাদান মরফিন হাইড্রো ক্লোরাইড, যা দীর্ঘদিন গ্রহণ করলে এর উপর প্রবল আসক্তি তৈরি হয়।
×