ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবি কলেজে শিক্ষার্থীদের মারপিট

প্রকাশিত: ০৪:৫৩, ২৭ জুলাই ২০১৭

চবি কলেজে শিক্ষার্থীদের মারপিট

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য় ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজে কথাকাটাকাটির জেরে শিক্ষার্থীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী রিয়াজুল হক কলেজের বিজ্ঞান শাখার ১ম বর্ষের ছাত্র। তাকে চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রিয়াজুল হক কলেজসংলগ্ন বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এ্যান্ড রিসার্চের অফিস ভবনের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় দ্বিতীয় বর্ষের মানবিক শাখার শিক্ষার্থী আবুল মোমেন আলো তাকে সেখান থেকে কোন কারণ ছাড়াই সরে যেতে বলে। কিন্তু রিয়াজুল এতে আপত্তি তোলেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পর আবুল মোমেন আলো বিশ^বিদ্যালয়ের প্রায় ১০-১২ জন শিক্ষার্থীকে কলেজে ডেকে আনে। এদের মধ্যে চবি নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিয়াউল হক মজুমদারও ছিলেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তিনি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত। এরপর তারা রিয়াজুলকে চবি আইন অনুষদের সামনে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। মারধরের ফলে রিয়াজুলের মাথা ফেটে যায়। সিদ্দিকুরকে দেখতে গেলেন এনইউ ভিসি মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমানকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। তার দুর্ঘটনার জন্য দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি সিদ্দিকুর রহমানের মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা হচ্ছে বলে তাদের অবহিত করেন। উপাচার্য সিদ্দিকুর রহমানের পরিবারের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের কথা বলেন। এ সময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান ও প্রক্টর এইচএম তায়েহীদ জামাল শিপু উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।
×