ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জবি নীল দলের নতুন কমিটিতে সভাপতি গোস্বামী, সম্পাদক মাসুদ

প্রকাশিত: ০৪:০১, ২৭ জুলাই ২০১৭

জবি নীল দলের নতুন কমিটিতে সভাপতি গোস্বামী, সম্পাদক মাসুদ

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী ও প্রগতিশীল ধারার শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুন কুমার গোস্বামী ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাসুদকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে নীল দলের এ নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে এ কমিটি থেকে নীল দলের শিক্ষকদের দ্বিতীয় অংশের সমস্ত শিক্ষক বাদ পড়েছেন বলে জানা গেছে। ২০১৭-১৮ মেয়াদের কমিটির অন্যরা হলেন সহসভাপতি ড. মোঃ শাহজাহান ও ক্রিস্টিন রিচার্ডসন, কোষাধ্যক্ষ ড. শামীমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল ও শামছুল কিবির, সাংগঠনিক সম্পাদক খন্দকার মোন্তাসির হাসান। কমিটির সদস্যরা হলেন ড. মোঃ ইব্রাহীম খলিল, ড. এ কে এম মাহবুবুল হক, বিভাস কুমার সরকার, নাজমুন নাহার , শেখ মাশরিক হাসান, মুহাম্মদ শহীদুল্লাহ তাসফিক, মোঃ মহিউদ্দিন, কাজী নুর হোসেন, মোঃ ফারিজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান ও কাজী ফারুক হোসেন। এ বিষয়ে ২০১৬-১৭ মেয়াদের সাবেক সভাপতি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম জনকণ্ঠকে বলেন, আমরা নীল দলের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে ৩১ জুলাই নির্বাচনের ঘোষণা দিয়েছি। যদি সাদা দল অংশগ্রহণ না করে তা হলে নীল দলের দুইটি অংশ থেকে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুষম কমিটি গঠনের প্রস্তাবও করেছি। অথচ আমাদের কাউকে কোনকিছু না জানিয়ে তারা আজকে নতুন কমিটি ঘোষণা দিয়েছে।
×