ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসডিজি অর্জনেও বাংলাদেশ বিশ্বকে চমক দেখাবে ॥ চুমকি

প্রকাশিত: ০৪:০০, ২৭ জুলাই ২০১৭

এসডিজি অর্জনেও বাংলাদেশ বিশ্বকে চমক দেখাবে ॥ চুমকি

স্টাফ রিপোর্টার ॥ এমডিজির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ এসডিজি অর্র্জনেও বিশ্বকে চমক দেখাবে। এই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের সকল মন্ত্রণালয় ও সংস্থা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে জেন্ডার সমতা, নারী-শিশুর সুরক্ষা ও ক্ষমতায়নে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী-পুরুষ সমতা ও নারীর ক্ষতায়নের মাধ্যমে নির্ধারিত সময়ের পূর্বেই আমরা এসডিজি বাস্তবায়নে সক্ষম হব। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসির সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ কর্মশালায় এসডিজি বাস্তবায়নে সকলের করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এসডিজি বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক এবং ইউএন উইমেন বাংলাদেশের অফিসার ইন চার্জ দিলরুবা হায়দার। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, দফতর, সংস্থা, উন্নয়নসহযোগী সংস্থা, স্থানীয় বেসরকারী সংস্থা, গার্লস ইন রোভার স্কাউটস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরে এসডিজির বিভিন্ন অভীষ্ট ও লক্ষমাত্রা অনুসারে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হয়।
×