ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসাদকে রেহাই দেয়া হবে না ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৩:৪৫, ২৭ জুলাই ২০১৭

আসাদকে রেহাই দেয়া হবে না ॥ ট্রাম্প

মানবতাবিরোধী বীভৎস অপরাধের দায়ে সিরিয়ার বাসার আল আসাদকে অভিযুক্ত করে তাঁকে রাসায়নিক হামলার আর কোন সুযোগ দেয়া হবে না বলে অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারির সঙ্গে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে তিনি লেবাননের শিয়া মিলিশিয়া হিজবুল্লাহকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন। খবর এএফপির। ওভাল অফিসে হারিরির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প লেবাননকে সামরিক সহযোগিতা অভ্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প বলেন, আমি আসাদের ভক্ত না। আমি নিশ্চিত বিশ্বাস করি, আসাদ তাঁর দেশ ও মানবতার বিরুদ্ধে বীভৎস অপরাধ করেছেন। রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের আসাদের বিরুদ্ধে ক্রজ ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি সেই লোক না যে তাঁকে সবকিছু করতে দেব কিংবা তিনি যা কিছু করার চেষ্টা করেছেন, সেজন্য তাঁকে রেহাই দেব।’ ট্রাম্প সিরিয়ায় ভূমিকার তার পূর্বসূরী বারাক ওবামারও সমালোচনা করেন। পদত্যাগ করছেন না টিলারসন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের পদত্যাগ করার কোন পরিকল্পনা নেই। হোয়াইট হাউসের সঙ্গে মতপার্থক্য থাকার কথা নাকচ করে দিয়ে মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দফতর একথা জানায়। এএফপি। গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই এক্সনমোবিলের সাবেক এ চেয়ারম্যান তার যোগ্যতা নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন। টিলারসন এ বছরের শেষ নাগাদ পদত্যাগের পরিকল্পনা করছেন সিএনএনের এমন খবর তার মুখপাত্র হিদার নুয়ার্ট উড়িয়ে দেন। তিনি সাংবাদিকদের বলেন, খবরটি মিথ্যা। তিনি অত্যন্ত স্পষ্টভাবে পররাষ্ট্র দফতরে থেকে যাওয়ার কথা বলেছেন।
×