ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৈষম্যহীন মানবিক আচরণ;###;সৈয়দ আবদুল হালিম খসরু

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ গৃহকর্মী নির্যাতন

প্রকাশিত: ০৩:৪০, ২৭ জুলাই ২০১৭

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ গৃহকর্মী নির্যাতন

বাংলাদেশে নারী কর্মী নির্যাতন ঘটনা কোন নতুন নয়। যুগ যুগ ধরে চলে আসছে। শহরের বাসা বাড়ীতে সাধারণত নারী গৃহকর্মী অথবা শিশু গৃহকর্মী রাখতে অভ্যস্ত অনেকেই। ছয় বছর থেকে সতেরো বছরের শিশুরা গৃহকর্মী ও আঠারো বছরের উর্ধে নারী ও পুরুষ গৃহকর্মী বাসা বাড়িতে নানা ধরনের কাজ করে থাকে। বড়দের সহয়াতা করা থেকে রীতিমতো পাকা রাঁধুনীর কাজ করে অনেকেই। দু-একটি বাড়িতে এসব গৃহকর্মী কিছুটা আদর যতœ পেলেও বেশিরভাগ বাড়িতে তারা খেটে মরে এবং ভুল ভ্রান্তির জন্য হালকা থেকে কঠোর শাস্তি পেয়ে থাকে। এক্ষেত্রে একটি দৃষ্টান্ত না টানলেই নয়। গত কয়েকদিন পূর্বে ঢাকার একটি বিজ্ঞআদালত আদুরী নামে ১১ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের দায়ে সংশ্লিষ্ট গৃহকর্ত্রীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। এক গৃহকর্ত্রী মেয়েটিকে অমানবিক নির্যাতন করেন। মেয়েটিকে প্রায়ই মারধর করা হতো, কখনও গরম পানি মুখে ছিটানো হতো, কখনও গরম খুন্তি অথবা গরম ইস্ত্রি শরীরে লাগানো হতো, ব্লেড দিয়ে শরীর কাটতেও সেই গৃহকর্ত্রীর হাত কাঁপেনি। মাথায় আঘাত করা বা আগুনের ছ্যাঁকা দেওয়ার মতো নির্যাতন করা হতো। শুধু তাই নয়, ওকে নির্যাতনের পর মৃত্যু ভেবে একটি ডাস্টবিনের পাশে ফেলে রাখা হয়েছিল। আদুরীকে মোটামুটি সুস্থ করে তুলতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেড়মাস সময় লেগেছিল। বাংলাদেশে আদুরী একা নয়, এভাবে গৃহকর্মী হিসেবে নিয়োজিত অসংখ্য গৃহকর্মী ও শিশু বিভিন্ন সময় অনেক গৃহকর্তা কর্তৃক পৈশাচিকভাবে নির্যাতনের শিকার হয়ে থাকে। বাংলাদেশ জাতিসংঘের নারীও শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ। এসব বিষয়ে বাংলাদেশের সংবিধান ও আইনে সন্নিবেশিত আছে। এসব অধিকার বা মর্যাদার বিষয়গুলো মানুষের সচেতনতার সঙ্গে যুক্ত ও সামাজিকভাবে সংস্কৃতির বিষয়। এখন জরুরী হলো নারী ও শিশু গৃহকর্মীদের প্রতি বৈষম্যহীন মানবিক আচরণ ও তাদের শিক্ষা ও বিনোদনের ব্যবস্থা করা। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন ও সনদ সম্পর্কে সবাইকে অবহিত ও সচেতন করা দরকার। গৃহকর্মী নির্যাতনের জন্য নির্যাতনকারীদের বিরুদ্ধে সমাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন। আগামীতে এ নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে পারলে সমাজে গৃহকর্মী নির্যাতন বন্ধ হবে। আলমনগর, রংপুর থেকে
×