ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘প্রমিজ করছি, সামনের বছর জলাবদ্ধতা দেখবেন না’

প্রকাশিত: ০২:০৪, ২৬ জুলাই ২০১৭

‘প্রমিজ করছি, সামনের বছর জলাবদ্ধতা দেখবেন না’

জনকণ্ঠ রিপোর্ট ॥ আগামী বছর থেকে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হো‌সেন। বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আমি প্রমিজ করছি, সামনের বছর থেকে আর এসব (জলাবদ্ধতা) দেখবেন না। কিছুদিনের মধ্যই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ওয়াসাকে নির্দেশ দেওয়া হয়েছে, ভারি বৃষ্টি হলেও যাতে তিন ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়। মন্ত্রী বলেন, এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী যথন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনও সচিবালয় প্রাঙ্গণে পানি জমে ছিল। বুধবার ভোর রাত থেকে টানা বর্ষণে রাজধানীর রাজপথে কোথাও হাঁটুপানি, কোথাও তারও বেশি; জলজটের সঙ্গে যানজটে নগরজুড়ে ভোগান্তিতে পড়েছে মানুষ।
×